Friday, October 11, 2024

কলমানি ধার সাড়ে ৫ হাজার কোটি টাকা

বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য ঘাটতি মেটাতে কলমানিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পকালীন ধার করে। প্রচলিত ব্যাংকের সুদের হার বেঁধে দেওয়া থাকলেও শরিয়া ব্যাংকের সুদের হার বেঁধে দেওয়া থাকে না। গত রবিবার ব্যাংকগুলোকে নিলাম কমিটির মাধ্যমে ৫ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একটি ব্যাংক রেপোর মাধ্যমে ১ দিনের জন্য ধার নেয় ২০০ কোটি ৫৬ লাখ টাকা, ৫টি ব্যাংক ৭ দিনের জন্য রেপোতে ধার নেয় ৪ হাজার ৮৬ কোটি ১৮ লাখ টাকা, দুটো প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংক ঋণ নেয় ২৯৪ কোটি ৩ লাখ টাকা।

এসব ঋণের একদিনের জন্য সুদের হার ৬ দশমিক ৫০ শতাংশ, ৭ দিনের জন্য সুদের হার ৬ দশমিক ৬০ শতাংশ, বার্ষিক সুদহার ৬ দশমিক ৫০ শতাংশ। এছাড়া ইসলামী ধারার তিনটি ব্যাংক লিকুইডিটি সুবিধার (আইবিএলএফ) আওতায় ১৪ দিনের জন্য ৮৫০ কোটি টাকা ধার নেয়। এক্ষেত্রে প্রত্যাশিত মুনাফার হার (এক্সপেকটেড প্রফিট রেট ইপিআর) সীমা ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান করা হয়েছে।

spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here