Thursday, February 13, 2025

কলমানি ধার সাড়ে ৫ হাজার কোটি টাকা

বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য ঘাটতি মেটাতে কলমানিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পকালীন ধার করে। প্রচলিত ব্যাংকের সুদের হার বেঁধে দেওয়া থাকলেও শরিয়া ব্যাংকের সুদের হার বেঁধে দেওয়া থাকে না। গত রবিবার ব্যাংকগুলোকে নিলাম কমিটির মাধ্যমে ৫ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একটি ব্যাংক রেপোর মাধ্যমে ১ দিনের জন্য ধার নেয় ২০০ কোটি ৫৬ লাখ টাকা, ৫টি ব্যাংক ৭ দিনের জন্য রেপোতে ধার নেয় ৪ হাজার ৮৬ কোটি ১৮ লাখ টাকা, দুটো প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংক ঋণ নেয় ২৯৪ কোটি ৩ লাখ টাকা।

এসব ঋণের একদিনের জন্য সুদের হার ৬ দশমিক ৫০ শতাংশ, ৭ দিনের জন্য সুদের হার ৬ দশমিক ৬০ শতাংশ, বার্ষিক সুদহার ৬ দশমিক ৫০ শতাংশ। এছাড়া ইসলামী ধারার তিনটি ব্যাংক লিকুইডিটি সুবিধার (আইবিএলএফ) আওতায় ১৪ দিনের জন্য ৮৫০ কোটি টাকা ধার নেয়। এক্ষেত্রে প্রত্যাশিত মুনাফার হার (এক্সপেকটেড প্রফিট রেট ইপিআর) সীমা ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান করা হয়েছে।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here