বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য ঘাটতি মেটাতে কলমানিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পকালীন ধার করে। প্রচলিত ব্যাংকের সুদের হার বেঁধে দেওয়া থাকলেও শরিয়া ব্যাংকের সুদের হার বেঁধে দেওয়া থাকে না। গত রবিবার ব্যাংকগুলোকে নিলাম কমিটির মাধ্যমে ৫ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একটি ব্যাংক রেপোর মাধ্যমে ১ দিনের জন্য ধার নেয় ২০০ কোটি ৫৬ লাখ টাকা, ৫টি ব্যাংক ৭ দিনের জন্য রেপোতে ধার নেয় ৪ হাজার ৮৬ কোটি ১৮ লাখ টাকা, দুটো প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংক ঋণ নেয় ২৯৪ কোটি ৩ লাখ টাকা।
এসব ঋণের একদিনের জন্য সুদের হার ৬ দশমিক ৫০ শতাংশ, ৭ দিনের জন্য সুদের হার ৬ দশমিক ৬০ শতাংশ, বার্ষিক সুদহার ৬ দশমিক ৫০ শতাংশ। এছাড়া ইসলামী ধারার তিনটি ব্যাংক লিকুইডিটি সুবিধার (আইবিএলএফ) আওতায় ১৪ দিনের জন্য ৮৫০ কোটি টাকা ধার নেয়। এক্ষেত্রে প্রত্যাশিত মুনাফার হার (এক্সপেকটেড প্রফিট রেট ইপিআর) সীমা ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান করা হয়েছে।