Thursday, February 13, 2025

‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

দশে মিলে কাজ করার সুফল নিয়ে সমাজে নানা প্রবাদ আছে। এই যেমন দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ কিংবা দশের লাঠি একের বোঝা। আবার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট-এর মতো উল্টো প্রবাদও শোনা যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, সবাই মিলে কাজ করলেই

যে সেরা ফলটা মিলবে, তার কোনো নিশ্চিয়তা নেই। অনেক সময় আলাদা আলাদা কাজ করলে তা দলগত কাজের চেয়েও বেশি ফলপ্রসূ হতে পারে। খবর : দ্য কনভারসেশন।

 গবেষণাটি করেন আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের গবেষকরা। এতে নেতৃত্ব দেন সামাজিক বিজ্ঞানের সহযোগী অধ্যাপক তাহা ইয়াসেরি। তিনি জানান, ১৯৫ জন স্বেচ্ছাসেবকের ওপর গবেষণাটি চালানো হয়। গবেষণা চলে দুই ধাপে।

তাহা ইয়াসেরি জানান, প্রথম ধাপে সবাইকে নির্দিষ্ট কাজের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পর সবাইকে আলাদা আলাদা সেই কাজ করতে দেন গবেষকরা। আর দ্বিতীয় ধাপে একই কাজ তাদের করতে দেওয়া হয় দলগতভাবে। একেক দলে ছিলেন দুজন করে। তাদের একটা ছবি দেখিয়ে কয়েক ধরনের তথ্য বের করতে বলা হয়। এর মধ্যে ছবিতে প্রাণীর উপস্থিতি খুঁজে বের করা; প্রাণীর সংখ্যা নির্ণয় করা এবং প্রাণীগুলো কী করছে, সেটা খুঁজে দেখতে বলা হয়। তাতে দেখা গেছে, এসব কাজ একা একা করার সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে তুলনামূলক বেশি দক্ষতা দেখা গেছে। গবেষকরা বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই দলগত কাজ ফলপ্রসূ হতে পারে; কিন্তু সব ক্ষেত্রে নয়।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here