নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
জনপ্রিয় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, ‘মানুষ জ্ঞানের আলো নিয়ে জন্মায় না, তাকে আলোকিত হয়ে গড়ে উঠতে হয়। নিজেকে বদলানোর জন্য বই পড়তে হবে। মানুষ হিসেবে তুমি যদি বড় হও, তাহলে তোমার দেশ বড় হবে।’
গতকাল শনিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজে সুধীজন ও শিক্ষার্থীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, অর্থভুবনের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান প্রমুখ।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন বলেন, ‘জীবনে বড় হতে চাইলে জ্ঞানের আলো জ্বালাতে হবে। মানুষ হতে হলে জ্ঞান অর্জন করতে হবে। বই পড়লে জীবন আলোকিত হবে।
তাই সোনার দেশ গড়তে আলোকিত, সোনার মানুষ তৈরি করতে হবে।’
ইমদাদুল হক মিলন বলেন, ‘আমরা দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছিলাম। মাকে যেমন ভালোবাসি, তেমনি দেশকেও ভালোবাসি। এই ভালোবাসা আমৃত্যু থাকবে।