Monday, September 16, 2024

বাড়বে মনোযোগ থাকলে অনুশীলন

অর্থভুবন ডেস্ক

সাফল্যের জন্য প্রয়োজন মনোযোগ। যে কাজে মন যোগ করা হয় সেটিই সফল হয়। কিন্তু অনেকেই নির্দিষ্ট কাজে মনোযোগ ধরে রাখতে পারেন না। কিন্তু অনুশীলনের মাধ্যমে সহজেই অধিক সময় মনোযোগ ধরে রাখার অভ্যাস করা সম্ভব। জানাচ্ছেন বিপুল জামান

অনেকেই আক্ষেপ করেন, ‘আমি মনোযোগ ধরে রাখতে পারি না’। কিন্তু সাফল্য লাভের জন্য প্রয়োজন পূর্ণ মনোযোগের সঙ্গে কাজে নিমগ্ন থাকা। তাই মনোযোগ ধরে রাখা খুবই প্রয়োজন। নানা কারণে মনোযোগের পরিমাণ কমতে থাকে। কিন্তু অনুশীলনের মাধ্যমে মনোযোগ বৃদ্ধি করা সম্ভব। এমনই একটি কৌশল হলো ‘দুই মিনিট মনোযোগ পর্যবেক্ষণ’। এই অনুশীলনের উদ্ভাবক সাধক ‘মৌনী সাধু’। কৌশলটি খুব সহজ। কাঁটাওয়ালা একটা ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে অখ- মনোযোগের সঙ্গে তাকিয়ে থাকা। ধাপগুলো হলো

১. বড় সেকেন্ডের কাঁটা রয়েছে এমন একটি দেয়াল বা টেবিল ঘড়ির সামনে বসুন। টেবিল বা দেয়ালঘড়ির অভাবে বড় সেকেন্ডের কাঁটাযুক্ত হাতঘড়ি দিয়েও কাজ চলতে পারে।

২. শরীর শিথিল করতে কয়েক মুহূর্ত সময় নিন। সবকিছু থেকে মনোযোগ ফিরিয়ে একাগ্র হোন। মানসিক প্রস্তুতি শেষ করার পর সেকেন্ডের কাঁটার গতির ওপর আপনার মনোযোগ নিবদ্ধ করুন।

৩. মাত্র দুমিনিটের জন্য আপনার সচেতনতাকে সীমিত রাখুন সেকেন্ডের কাঁটার গতির ওপর। সেকেন্ডের কাঁটা ছাড়া অন্য কিছু ভাববেন না।

৪. অন্য কোনো চিন্তা ঢুকে যদি মনোযোগের সুতা ছিঁড়ে ফেলে, তাহলে থামুন। আবার মনোযোগ সেকেন্ডের কাঁটায় ফিরিয়ে আনুন।

৫. পাক্কা দুমিনিট আপনার মনোযোগ বজায় রাখতে চেষ্টা করুন। কতবার মনোযোগ চলে যাচ্ছে তা গুনে রাখুন।

দিনের ভেতর যখন হাতে সময় থাকবে তখনই এই দুই মিনিট মনোযোগ অনুশীলনটি করুন। চেষ্টা করুন মনোযোগ চলে যাওয়ার সংখ্যাটিকে কমিয়ে আনতে। কিন্তু সাধারণত দেখা যায় প্রথম কয়েক দিন এই অনুশীলন করার পর মনোযোগ চলে যাওয়ার হার বাড়তে থাকে। আসলে আগে মনোযোগের অভাবে মনোযোগ চলে যাওয়াটাও খেয়াল রাখতে পারতেন না। এখন মনোযোগের সঙ্গে মনোযোগ বিচ্যুত হওয়াটা লক্ষ্য করতে পারছেন। অনুশীলন করতে থাকুন এবং হার কমানোর চেষ্টা করুন। একনাগাড়ে ৫-৮ মিনিট একবারও সেকেন্ডের কাঁটা থেকে মনোযোগ বিচ্যুত না হলে বুঝতে হবে মনোযোগের ওপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

তাহলে আর দেরি কেন, সাফল্য লাভের চাবিকাঠি অখ- মনোযোগ অর্জনের দুমিনিট অনুশীলন শুরু করে দিন। এ অনুশীলন শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণী, ব্যবসায়ী সবার জন্য প্রয়োজনীয় ও উপযোগী .

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here