Thursday, February 13, 2025

বাংলাদেশ ব্যাংকে কেন চাকরি করতে চান

মো. আবদুল কাদের সিয়াম

মো.আবদুল কাদের সিয়াম বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে উত্তীর্ণ হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে বিবিএ এমবিএ করেছেন। সহকারী পরিচালক পদের জন্য তাঁর ভাইভাটি ১০ মিনিটের মতো হয়েছিল। তাঁর ভাইভার অভিজ্ঞতা নিয়ে আজকের আলোচনা।

মো. আবদুল কাদের সিয়াম: May i come in, Sir?
চেয়ারম্যান: Yes, come in.

মো. আবদুল কাদের সিয়াম: আসসালামু আলাইকুম স্যার বলে, সবার দিকে তাকিয়ে আই কন্টাক্ট করলাম। (সবাই মাথা নেড়ে সালামের জবাব দিলেন)। 
চেয়ারম্যান: এসে বসুন। 

মো. আবদুল কাদের সিয়াম: ধন্যবাদ, স্যার। 
চেয়ারম্যান: স্নাতকোত্তর করেছেন? 

মো. আবদুল কাদের সিয়াম: জি স্যার। 
চেয়ারম্যান: কোন বিশ্ববিদ্যালয় থেকে? 

মো. আবদুল কাদের সিয়াম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চেয়ারম্যান: আপনি কি নার্ভাস? 

মো. আবদুল কাদের সিয়াম: স্যার…! 
এক্সটারনাল-১: আপনি তো হিসাববিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন। বলুন তো হিসাববিজ্ঞানের সংজ্ঞা কী? 

মো. আবদুল কাদের সিয়াম: হিসাবিজ্ঞান হলো এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রমকে (আয়, ব্যয়, ক্রয়, বিক্রয়, পরিশোধ, পাওনা ইত্যাদি) হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানা যায়। 
এক্সটারনাল-১: AAA প্রদত্ত হিসাববিজ্ঞানের সংজ্ঞা কী? 

মো. আবদুল কাদের সিয়াম: American Accounting Association (AAA) 1966-এর প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, ‘যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে, এর ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, তাকে হিসাববিজ্ঞান বলে।’ 
এক্সটারনাল-১: এখন কী করেন? 

মো. আবদুল কাদের সিয়াম: টিউশনির পাশাপাশি চাকরির জন্য পড়ালেখা করছি।
এক্সটারনাল-১: আপনার দাড়ি অনেক বড়, নিয়মিত নামাজ পড়েন?

মো. আবদুল কাদের সিয়াম: নিয়মিত হয় না স্যার, তবে পড়ার চেষ্টা করি।
এক্সটারনাল-২: চট্টগ্রামে কৃষি ব্যাংকের কয়টা শাখা আছে?

মো. আবদুল কাদের সিয়াম: সরি, স্যার। 
এক্সটারনাল-২: বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী? 

মো. আবদুল কাদের সিয়াম: আব্দুর রউফ তালুকদার।
এক্সটারনাল-২: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরদের নাম বলুন, যাঁদের ডক্টরেট ডিগ্রি ছিল? 

মো. আবদুল কাদের সিয়াম: সরি, স্যার। 
এক্সটারনাল-৩: What is intermediate goods? 

মো. আবদুল কাদের সিয়াম: Goods is raw materials of making final product. 
এক্সটারনাল-৩: বাংলাদেশ ব্যাংকে কেন চাকরি করতে চান?

মো. আবদুল কাদের সিয়াম: স্যার, বাংলাদেশ ব্যাংকের চাকরিতে দেশে বৃহৎ পরিসরে সরাসরি অবদান রাখার সুযোগ রয়েছে। আর এখানে চাকরিতে বেশ কিছু সুযোগ-সুবিধা আছে। 
এক্সটারনাল-৩: আপনি বিসিএস দিয়েছেন? 

মো. আবদুল কাদের সিয়াম: জি স্যার। ৪১তম বিসিএসে লিখিত ফেল, ৪৩তমের এখনো রেজাল্ট হয়নি। 
চেয়ারম্যান: বাংলাদেশ ব্যাংকের কাজ কী? 

মো. আবদুল কাদের সিয়াম: বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এ ছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নির্ধারণ করে এবং বাজার প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। 
চেয়ারম্যান: বাংলাদেশের বর্তমান অর্থবছরের বাজেট কত? 

মো. আবদুল কাদের সিয়াম: সরি, স্যার। (বোর্ড চেয়ারম্যান বললেন, বাজেট জানেন না?)
চেয়ারম্যান: দেশের ব্যাংকগুলোর মধ্যে কমার্শিয়াল ব্যাংকগুলোকে একটি দৃষ্টিকোণ থেকে ভাগ করেন? 

মো. আবদুল কাদের সিয়াম: স্যার, দুই ভাগ। কনভেনশন ব্যাংক ও শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংক। 
চেয়ারম্যান: এখন আসতে পারেন।

মো. আবদুল কাদের সিয়াম: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। 

 

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here