Friday, October 11, 2024

লেখায় স্বাচ্ছন্দ্য বলায় নয়

অর্থভুবন ডেস্ক

আমার আগের বক্তারা আমি যতটা পারব, তার চেয়ে অনেক ভালোভাবে তাঁদের কৃতজ্ঞতা স্বীকার করে গেছেন। আমি তাঁদের কথা শুনছিলাম। আমি বলার চেয়ে বরং অনেক অনায়াসে লিখতে পারি, নিজের সম্পর্কে বলতে আমি পারি না এবং নিজের সম্পর্কে বলতে একেবারেই নারাজ।

তার চেয়ে এখন আমি সুইডেনকে অভিবাদন জানাতে চাই। সুইডেন ছাড়ার আগে আমার জন্য এই সভার আয়োজন করার মধ্য দিয়ে এখানে উপস্থিত সবাই, নরওয়ের মন্ত্রিসভার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমার ব্যক্তিগত বন্ধুরা সবাই সুইডেনকে সম্মান প্রদর্শন করছেন।

যা-ই হোক, আমাদের পেনিনসুলার জনগণ এই বিশ্ব থেকে বিচ্ছিন্ন, স্বতন্ত্র। আমাদের বন, আমাদের পাহাড় পরস্পরের দিকে ধাবিত হয়ে মিলেমিশে একাকার। আমাদের নদী তাদের জল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। নরওয়েতে আমাদের বাড়িগুলো সুইডেনের মতোই। ঈশ্বরের জয় হোক! আমরা সব সময় দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে একাকী জীবনযাপন করি। উত্তরের মানবিকতার ওপর আধুনিক প্রযুক্তি এখনো পুরোপুরি প্রবেশ করতে পারেনি।

কিন্তু এখানে আমি যা বলতে চাই তা হলো, আমাকে সুইডেনের প্রতি সম্মান জানাতে বলা হয়েছে, আমরা এ দেশটিকে আনন্দের সঙ্গে স্মরণ করি। পাশাপাশি স্টকহোমকেও ধন্যবাদ, যে জায়গাটাকে আমরা নরওয়েবাসী বিশ্বের সবচেয়ে সুন্দর শহর হিসেবে বিবেচনা করি। 

সিগ্রিড আন্ডসেট ১৯২৮ সালে নোবেল পুরস্কার পান। মধ্যযুগে উত্তরের জীবনের শক্তিশালী বর্ণনা তাঁর লেখায় ফুটিয়ে তোলার জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি জন্মগ্রহণ করেন ডেনমার্কে, মৃত্যু হয় নরওয়েতে। তাঁর নোবেল ভাষণটি ইন্টারনেটে পাওয়া যায়নি। স্টকহোমের গ্র্যান্ড হোটেলে ভোজসভায় দেওয়া বক্তৃতা দেওয়া হলো।

spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here