অর্থভুবন ডেস্ক
আমার আগের বক্তারা আমি যতটা পারব, তার চেয়ে অনেক ভালোভাবে তাঁদের কৃতজ্ঞতা স্বীকার করে গেছেন। আমি তাঁদের কথা শুনছিলাম। আমি বলার চেয়ে বরং অনেক অনায়াসে লিখতে পারি, নিজের সম্পর্কে বলতে আমি পারি না এবং নিজের সম্পর্কে বলতে একেবারেই নারাজ।
তার চেয়ে এখন আমি সুইডেনকে অভিবাদন জানাতে চাই। সুইডেন ছাড়ার আগে আমার জন্য এই সভার আয়োজন করার মধ্য দিয়ে এখানে উপস্থিত সবাই, নরওয়ের মন্ত্রিসভার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমার ব্যক্তিগত বন্ধুরা সবাই সুইডেনকে সম্মান প্রদর্শন করছেন।
যা-ই হোক, আমাদের পেনিনসুলার জনগণ এই বিশ্ব থেকে বিচ্ছিন্ন, স্বতন্ত্র। আমাদের বন, আমাদের পাহাড় পরস্পরের দিকে ধাবিত হয়ে মিলেমিশে একাকার। আমাদের নদী তাদের জল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। নরওয়েতে আমাদের বাড়িগুলো সুইডেনের মতোই। ঈশ্বরের জয় হোক! আমরা সব সময় দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে একাকী জীবনযাপন করি। উত্তরের মানবিকতার ওপর আধুনিক প্রযুক্তি এখনো পুরোপুরি প্রবেশ করতে পারেনি।
কিন্তু এখানে আমি যা বলতে চাই তা হলো, আমাকে সুইডেনের প্রতি সম্মান জানাতে বলা হয়েছে, আমরা এ দেশটিকে আনন্দের সঙ্গে স্মরণ করি। পাশাপাশি স্টকহোমকেও ধন্যবাদ, যে জায়গাটাকে আমরা নরওয়েবাসী বিশ্বের সবচেয়ে সুন্দর শহর হিসেবে বিবেচনা করি।
সিগ্রিড আন্ডসেট ১৯২৮ সালে নোবেল পুরস্কার পান। মধ্যযুগে উত্তরের জীবনের শক্তিশালী বর্ণনা তাঁর লেখায় ফুটিয়ে তোলার জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি জন্মগ্রহণ করেন ডেনমার্কে, মৃত্যু হয় নরওয়েতে। তাঁর নোবেল ভাষণটি ইন্টারনেটে পাওয়া যায়নি। স্টকহোমের গ্র্যান্ড হোটেলে ভোজসভায় দেওয়া বক্তৃতা দেওয়া হলো।