প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের বাংলাদেশের গতানুগতিক কৃষিকে আমরা আধুনিক কৃষিতে রূপান্তর করব। সেই লক্ষ্যে আমরা বিনিয়োগ করছি, আমরা আরো প্রতিশ্রুতি দিয়েছি যে বাংলাদেশের কৃষিকে বাণিজ্যিকীকরণ করব। সে লক্ষ্যে কৃষি প্রক্রিয়াকরণ, কৃষি ইন্ডাস্ট্রি ও মূল্য সংযোজন হচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
কৃষিকে বাণিজ্যিকীকরণের লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষিতে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। আমরা বিশ্বাস করি, যেসব যুবক উদ্যোক্তা হিসেবে আসছে, তাদের এই খাতে আকৃষ্ট করতে পারব।’