Friday, January 17, 2025

ড. ইউনূসকে বারাক ওবামার চিঠি

অনলাইন ডেস্ক,অর্থভুবন

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সম্মাননা তার গলায় পরিয়ে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি লিখেছেন। গত ১৭ আগস্ট পাঠানো ওই চিঠিতে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখায় ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া ২০০৯ সালে হোয়াইট হাউজে তাদের মধ্যে যে সাক্ষাত হয়েছিল, সে বিষয়টিও আবার মনে করিয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

এই চিঠিতে ডক্টর ইউনূসকে ‘প্রিয় প্রফেসর ইউনূস’ হিসেবে অভিহিত করে বারাক ওবামা লিখেছেন, ‘সাধারণ মানুষকে সহযোগিতার মাধ্যমে শক্তিশালী করে তাদের পরিবার ও সমাজকে দারিদ্রতা থেকে মুক্ত করতে আপনার যে চেষ্টা রয়েছে সেটিতে আমি দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত।‘

তিনি ঠিঠিতে আরও লিখেছেন, ‘২০০৯ সালে হোয়াইট হাউজে যখন আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম, আপনার কাজ বিশ্বের লাখ লাখ মানুষকে নিজের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করছিল।’

 

ওবামা আরও লিখেছেন, ‘এই সময়ের মধ্যে, আমি আশা করি এটি জেনে আপনি খুশি হবেন, যাদের স্বপ্ন পূরণে আপনি সহায়তা করেছিলেন এবং আমরা যারা সবার জন্য আরও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ অর্থনীতির ব্যাপারে ভাবি, তারা আপনাকে স্মরণ করি, এবং আমি আশা করি, আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে সেই স্বাধীনতা পেতে থাকবেন।’

এদিকে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখায় ২০০৬ সালে ডক্টর ইউনূসকে শান্তিতে নোবেল প্রদান করা হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রের সরকারের প্রেসিডেন্সিয়াল মেডেল এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পুরস্কার পেয়েছিলেন।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস। সেই সম্মাননা তার গলায় পরিয়ে দিয়েছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

 

 

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here