অর্থভুবন প্রতিবেদক
কৌশলী এস এম শহিদুল ইসলাম গতকাল রবিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগ দেন। বর্তমান পদে যোগ দেওয়ার আগে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন) পদে কর্মরত ছিলেন।
শহিদুল ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রংপুর কোয়ালিটি কন্ট্রোল বিভাগে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগ দেন। তার প্রথম কর্মস্থল ছিল দোয়ানি, তিস্তা ব্যারেজ নির্মাণ সাইট। চাকরিজীবনে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্প, ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং প্রকল্প, পরিকল্পনা, বিভিন্ন নদীতীর সংরক্ষণ প্রকল্প, হাওর অঞ্চল ও মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরে সাফল্য ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম ১৯৬৫ সালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ নগরে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের সদস্য। বিজ্ঞপ্তি