পিএসজি ছেড়ে মেসি যুক্তরাষ্ট্রে এসেছেন মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে তলানিতে থাকা মায়ামিকে ভালো কিছু উপহার দিতে। প্রথম টুর্নামেন্টেই সফল মেসি। লিগস কাপের মধ্য দিয়ে মায়ামিকে এনে দিলেন ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা।
ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে শুরু থেকেই বল পায়ে রেখে আক্রমণ তৈরির চেষ্টা করে ইন্টার মায়ামি। ২৩ মিনিটে রবার্ট টেইলরের বাড়ানো বল ন্যাশভিলের এক ডিফেন্ডারের গায়ে লাগলে বক্সের বাইরে পেয়ে যান মেসি। কয়েক পা এগিয়ে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন। যা পেশাদার ক্যারিয়ারে ফাইনালে মেসির ৩৭তম গোল। লিগস কাপে দশম গোল। এ নিয়ে ৭ ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
বিরতির পর ন্যাশভিল চেষ্টা করে ম্যাচে ফেরার। মায়ামির চোখ ছিল ব্যবধান বাড়ানোয়। ৫৭ মিনিটে সমতা ফেরায় ন্যাশভিল। দলকে গোল এনে দেন ফাফা পিকাল্ট। কর্নার থেকে আসা বলে নিচু করে হেড নেন ফাফা। বল লাইনে দাঁড়ানো বেঞ্জামিন ক্রেমাশ্চির গায়ে লেগে ফিরে আসে। সেই সময় সামনে দাঁড়িয়ে থাকা গোলকিপারের গায়ে লেগে আবার জালে জড়ায় বল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকে। যেখানে ম্যারাথন টাইব্রেকে জয়টা মায়ামির। মেসির ক্যারিয়ারে এটি ৪৪তম শিরোপা। ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এখন এককভাবে মেসির দখলে। তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের দানি আলভেসকে (৪৩ শিরোপা)।
শিরোপা জয়ের উদযাপন শেষে মেসি জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস!!! ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা জিতে খুব খুশি। সবার কঠিন পরিশ্রম আর নিবেদনের কারণে এটা সম্ভব হয়েছে। মাত্র তো শুরু…চলো এগিয়ে যাই।’