Friday, September 20, 2024

সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান

অর্থভুবন ডেস্ক

 নিজস্ব প্রতিবেদক

সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)। বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত এএসডির প্রকল্প অবহিতকরণ সভায় বলা হয়েছে, সরকারের পাশাপাশি দেশি-বিদেশি সংস্থাগুলো এগিয়ে এলে সব শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর পিআইডিএম কনফারেন্সরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন এএসডির নির্বাহী পরিচালক এম এ করিম। সভায় মূল বক্তব্য উত্থাপন করেন প্রকল্প পরিচালক ইউ কে এম ফারহানা সুলতানা। তিনি জানান, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ‘দি রাইট টু এডুকেশন অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন অব ডিপ্রাইভ চিলড্রেন অ্যাট হাই রিস্ক ইন বাংলাদেশ (আরইএসএইচ)’ নামক তিন বছর মেয়াদি নতুন একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় শিশু সুরক্ষায় বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।

সভাপতির বক্তব্যে এএসডির নির্বাহী পরিচালক এম এ করিম বলেন, এএসডি ১৯৮৮ সাল থেকে দেশের হতদরিদ্র, অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। এর মধ্যে শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, অসহায় জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবেলা, মা ও শিশুস্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি এবং বাল্যবিয়ে প্রতিরোধ উল্লেখযোগ্য। তবে পথশিশু, কর্মজীবী শিশু ও গৃহকর্মে নিয়োজিত শিশুদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে থাকে। এই কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এএসডির কো-অর্ডিনেটর- অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্স সৈয়দ শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পুলিশ কর্মকর্তা মো. ইকবাল হোসেন, এএসডির হেড অব মনিটরিং লুৎফুন্নাহার কান্তাসহ কমিউনিটি নেতারা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। তারা সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণের সুপারিশ করেন।

spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here