Saturday, December 7, 2024

‘হাত জোড় করে দাঁড়াবেন না স্বাভাবিক থাকুন’

মুন্সীগঞ্জ প্রতিনিধি,অর্থভুবন

এজলাসের কাঠগড়ায় আসামিদের উদ্দেশে লেখা রয়েছে ‘হাত জোড় করে দাঁড়াবেন না স্বাভাবিক থাকুন’। একই সঙ্গে আইনজীবীদের উদ্দেশে লেখা রয়েছে ‘অনুগ্রহ করে মাথানত করে কুর্নিশ করবেন না’। এটি মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের এজলাস। গত ১৬ আগস্ট বিচারক এই কথাগুলো লিখে তার এজলাসে টানিয়েছেন বলে এক আইনজীবী তার ফেসবুকে পোস্ট করেছেন। এমন লেখা নিয়ে মামলার আসামি ও আইনজীবীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শহীদ-ই-হাসান নামে ওই আইনজীবী তার ফেসবুক পেইজে লেখেন, ‘আজ মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের আদালতে দুটি লেখা চোখে পড়ল। তার এজলাসের সামনে লেখা ‘অনুগ্রহ করে মাথানত করে কুর্নিশ করবেন না’ এবং বিবাদী বা আসামির ডকে লেখা ‘হাতজোড় করে দাঁড়াবেন না, স্বাভাবিক থাকুন।’ তার এ উন্নত চিন্তার বহিঃপ্রকাশ আমাকে বিমুগ্ধ করেছে। আড়াইশ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক সামন্তবাদী প্রথা তিনি তার আদালতে ভেঙে দিলেন। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম বলেন, ‘বিচারকের এমন মহতী ব্যাপার আমার ভালো লেগেছে আমি তাকে সাধুবাদ জানাই।’

 

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, ‘বিচারক যে কথাগুলো আদালতে লিখেছেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিচারকের এই কথাগুলোতে আমি সন্তুষ্টি প্রকাশ করছি।’

আদালতের বেঞ্চ সহকারী মো. সুমন ভূঁইয়া বলেন, স্যার ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, কেউ হাতজোড় করে দাঁড়ালে তিনি হাত নামিয়ে দেন। তিনি বলেন, ‘একজন বিচারপ্রার্থী আমার কাছে আসছে বিচারের জন্য, সে মাথানত করে রাখবে কেন। বিষয়গুলো স্যারের ভালো লাগে না। তিনি লিখে দিয়েছেন আমি টানিয়ে দিয়েছি।’

 
 
spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here