মুন্সীগঞ্জ প্রতিনিধি,অর্থভুবন
এজলাসের কাঠগড়ায় আসামিদের উদ্দেশে লেখা রয়েছে ‘হাত জোড় করে দাঁড়াবেন না স্বাভাবিক থাকুন’। একই সঙ্গে আইনজীবীদের উদ্দেশে লেখা রয়েছে ‘অনুগ্রহ করে মাথানত করে কুর্নিশ করবেন না’। এটি মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের এজলাস। গত ১৬ আগস্ট বিচারক এই কথাগুলো লিখে তার এজলাসে টানিয়েছেন বলে এক আইনজীবী তার ফেসবুকে পোস্ট করেছেন। এমন লেখা নিয়ে মামলার আসামি ও আইনজীবীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শহীদ-ই-হাসান নামে ওই আইনজীবী তার ফেসবুক পেইজে লেখেন, ‘আজ মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের আদালতে দুটি লেখা চোখে পড়ল। তার এজলাসের সামনে লেখা ‘অনুগ্রহ করে মাথানত করে কুর্নিশ করবেন না’ এবং বিবাদী বা আসামির ডকে লেখা ‘হাতজোড় করে দাঁড়াবেন না, স্বাভাবিক থাকুন।’ তার এ উন্নত চিন্তার বহিঃপ্রকাশ আমাকে বিমুগ্ধ করেছে। আড়াইশ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক সামন্তবাদী প্রথা তিনি তার আদালতে ভেঙে দিলেন। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম বলেন, ‘বিচারকের এমন মহতী ব্যাপার আমার ভালো লেগেছে আমি তাকে সাধুবাদ জানাই।’
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, ‘বিচারক যে কথাগুলো আদালতে লিখেছেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিচারকের এই কথাগুলোতে আমি সন্তুষ্টি প্রকাশ করছি।’
আদালতের বেঞ্চ সহকারী মো. সুমন ভূঁইয়া বলেন, স্যার ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, কেউ হাতজোড় করে দাঁড়ালে তিনি হাত নামিয়ে দেন। তিনি বলেন, ‘একজন বিচারপ্রার্থী আমার কাছে আসছে বিচারের জন্য, সে মাথানত করে রাখবে কেন। বিষয়গুলো স্যারের ভালো লাগে না। তিনি লিখে দিয়েছেন আমি টানিয়ে দিয়েছি।’