Monday, September 16, 2024

১০ টাকায় পাঁচটি ডিম ও এক লিটার দুধ

পাবনা প্রতিনিধি,অর্থভুবন 

১ টাকায় ডিম : দোকানে একটি ডিম যেখানে প্রায় ১৩ টাকা, সেখানে পাবনায় মাত্র ১ টাকা করে ডিম এবং পাঁচ টাকায় এক লিটার দুধ বিক্রি করছে ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ নামের একটি সংগঠন। গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ

পাবনায় আমজনতার বাজারে পাঁচ টাকায় পাঁচটি ডিম আর পাঁচ টাকায় এক লিটার করে দুধ পেলেন ১০০ জন দুস্থ মানুষ। সেই হিসাবে একটি ডিমের দাম পড়েছে এক টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর উদ্যোগে এই ডিম ও দুধ বিতরণ করা হয়।

গতকাল রবিবার দুপুরে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে আমজনতার বাজারে এই খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন পাবনা পৌরসভার কাউন্সিলর আজিজুল ইসলাম বাদল, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এস মোস্তাকিম সবুজ।

 

এ সময় ‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর সদস্য রাজীব মিয়া, ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

‘পাশে আছি ইনিশিয়েটিভ’-এর সদস্য রাজীব মিয়া বলেন, ‘সমাজের হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পুষ্টি সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। সমাজে অনেক বিত্তবান আছেন, যাঁরা যাকাত দেন না। তাঁরা যদি যাকাত দেন বা যাকাতের টাকায় এমনভাবে সমাজের মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তাহলে সমাজ বদলে যাবে।

১০ টাকায় ডিম ও দুধ পেয়ে খুশি পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার রমজান আলী, হাশেম আলী, যুগীপাড়া মহল্লার পাখি খাতুন, হেমায়েতপুর গ্রামের রহিমা বেগমের মতো সুবিধাবঞ্চিত মানুষগুলো। রহিমা বেগম বলেন, ‘এই সময় যে পাঁচ টাকায় পাঁচটা ডিম আর পাঁচ টাকায় এক লিটার দুধ পাওয়া যাবি, শিডা ভাববেরই পারি নাই। খুব খুশি হইছি। আমারে মতোন গরিব মাইনষের খুব উপকার হলো।

এরম যদি বড়লোকরা করে তালি অনেক মাইনষের উপকার হবি।’

 

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এস মোস্তাকিম সবুজ বলেন, ‘এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই দুর্মূল্যের বাজারে সমাজের সুবিধাবঞ্চিত কিছু মানুষের উপকার হলো। অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবান মানুষের যার যার অবস্থান থেকে এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত।’

উদ্যোক্তারা জানান, সংগঠনের স্বেচ্ছাসেবীরা আগের দিন শনিবার বিভিন্ন এলাকায় গিয়ে দুস্থ ও অসহায় মানুষকে খুঁজে বের করে টোকেন দিয়ে আসেন।

রবিবার তাঁদের মধ্যে ডিম ও দুধ দেওয়া হয়।
spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here