অর্থভুবন ডেস্ক
কয়েক মাস ধরেই বিশ্বে মানুষ ‘সাকসেশন’ নামক একটি টিভি নাটকের শেষ সিজন দেখায় বুঁদ হয়ে ছিল। এমি পুরস্কারজয়ী ওই টিভি নাটকটি ছিল করপোরেট এলিটদের উত্তরাধিকার হস্তান্তর নিয়ে। এবার বাস্তব জীবনেই ভারতে একটি করপোরেট সাম্রাজ্যের উত্তরাধিকার হস্তান্তর দেখল বিশ্ববাসী। কিভাবে বিলিয়ন ডলারের সম্পদ এক প্রজন্মের হাত থেকে পরবর্তী প্রজন্মের হাতে যাচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারত ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির তিন সন্তান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছেন। গতকাল সোমবার কম্পানির শেয়ারহোল্ডাররা তাঁদের নিয়োগের অনুমোদন দিয়েছেন। খুচরা ব্যবসা থেকে শুরু করে বহুজাতিক বিভিন্ন ব্যবসায় জড়িত ২২০ বিলিয়ন ডলারের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর তিন সন্তান ইশা, আকাশ ও অনন্ত।
শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষেই নিশ্চিত হয়েছে তাঁদের দায়িত্বভার গ্রহণের বিষয়টি। এর মাধ্যমে বিশাল এই সাম্রাজ্যের দায়িত্বে এলো তৃতীয় প্রজন্ম।
এ নিয়ে গতকাল এক বিবৃতিতে মুকেশ আম্বানি বলেন, ‘জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতা এবং নতুনদের উচ্চাকাঙ্ক্ষার সংমিশ্রণে রিলায়েন্সের ক্রমবর্ধমান সাফল্যের বইয়ে নতুন আরো অনেক অধ্যায় লেখা হবে।’
এখনই পদত্যাগ করছেন না মুকেশ আম্বানি।
২০২৯ সাল পর্যন্ত রিলায়েন্সের প্রধান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ১৯৭৭ সালে ২০ বছর বয়সে রিলায়েন্সের পরিচালনা পর্ষদে যোগ দেন মুকেশ আম্বানি। এরপর ২০০২ সালে তাঁর বাবা ধীরুভাই আম্বানির মৃত্যুর পর হন রিলায়েন্সের প্রধান ব্যবস্থাপনা পরিচালক। তাঁর স্ত্রী নীতা আম্বানি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করে মানবকল্যাণে সময় দিচ্ছেন। নীতা আম্বানি অবশ্য রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিজ ক্ষমতাবলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ বৈঠকে অংশ নেবেন।