Saturday, February 15, 2025

সংসদ অধিবেশন দেখলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক |

অর্থভুবন ডেস্ক

সংসদের ভিআইপি গ্যালারিতে বসে অধিবেশন দেখলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন। এ সময় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদকে বিষয়টি অবহিত করেন। এ সময় মুহুর্মুহু করতালিতে সংসদ সদস্যরা আব্দুল হামিদকে স্বাগত জানান।

সাবেক রাষ্ট্রপতি যখন সংসদে আসেন ওই সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল। আইনটি উত্থাপনের পর‌ই স্পিকার আবদুল হামিদের উপস্থিতির বিষয়টি জানিয়ে বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আজকের সংসদ প্রত্যক্ষ করছেন।

তখনই সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

এরপর অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময়‌ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আব্দুল হামিদের প্রসঙ্গ টানেন।

চুন্নু বলেন, গত ৫৩ বছরের ইতিহাসে এ সংসদে আমরা একটি ঘটনা প্রত্যক্ষ করলাম । সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিভৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।

মজিবুল হক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রশংসা করে বলেন, এ দেশে একজন স্পিকার ছিলেন। তিনি এখানে ডেপুটি লিডার অব দা অপজিশন ছিলেন এবং দুবার দেশের রাষ্ট্রপতি ছিলেন। এটাই বোধ হয় প্রথম কোনো রাষ্ট্রপতির অবসরে যাওয়ার পর সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করা। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু জেনেছি। বাংলাদেশের রাজনীতির গগনে তিনি একজন অত্যন্ত সফল রাজনীতি ব্যক্তিত্ব। আমি আমার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here