আনন্দনগর প্রতিবেদক,অর্থভুবন
অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, রোমানা রশীদ ঈশিতা, বীথি রানী সরকার ও সংগীতশিল্পী ডলি সায়ন্তনী-পাঁচজনই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এ পাঁচ তারকার মধ্যে বিশেষ একটি মিল রয়েছে। তারা একই দিন জন্মগ্রহণ করেছেন। সেই বিশেষ দিনটি আজ। তাই এ দিন নিয়ে প্রত্যেকের মধ্যেই আলাদা অনুভূতি রয়েছে। আজকের দিন কে কোথায় কীভাবে উদযাপন করবেন কিংবা কী পরিকল্পনা আছে জন্মদিন নিয়ে সেটাই রয়েছে এ প্রতিবেদনে।
* ফজলুর রহমান বাবু : দেশের জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা ফজলুর রহমান বাবু। মাঝে মধ্যে গল্পের কেন্দ্রীয় চরিত্রে দেখা গেলেও মূলত তিনি চরিত্রাভিনেতা। নাটকের চেয়ে ইদানীং সিনেমায় বেশি কাজ করছেন এ অভিনেতা। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত এক সপ্তাহ টানা সকাল আহমেদের পরিচালনায় ‘দায়’ শিরোনামের একটি নাটকের দুটি সিকুয়্যালে কাজ করেছেন। পাশাপাশি নতুন দুটি সিনেমার কাজও শুরু করেছেন। একটি দেবাশীষ বিশ্বাসের, অন্যটি মোস্তফা কামাল রাজের। শিগ্গির মোস্তফা সরয়ার ফারুকী ও হৈচৈ প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য আরও দুটি সিনেমার কাজ শুরু করবেন। জন্মদিন প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘আজ বাসাতেই থাকব। পরিবারের সঙ্গেই সময় কাটাব। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন। আরও ভালো ভালো কাজ যেন দর্শককে উপহার দিতে পারি।’
* ডলি সায়ন্তনী : দেশীয় সংগীতাঙ্গনের এক সময়ের ব্যস্ত শিল্পী ডলি সায়ন্তনী এখনো গানে নিয়মিত। মাঝে মধ্যেই প্রকাশ হচ্ছে তার কণ্ঠের নতুন গান। করছেন স্টেজ শো। সম্প্রতি তার কণ্ঠে নতুন তিনটি গান প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেলে। গান তিনটি হচ্ছে ‘এক তরফা বাইসা ভালো’, ‘মন পবনের নাও’ ও ‘ভবে কেউ কারো নয়’। আরও কিছু নতুন গান আছে প্রকাশের অপেক্ষায়। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজধানীর বুসন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসাতেই স্বামী ও ছোট মেয়েকে সঙ্গে নিয়ে আজকের দিন কাটবে। তবে মনটা একটু খারাপ, কারণ বড় দুই মেয়ে পাশে নেই। তবে ওদের সঙ্গে ভিডিও কলে কথা বলব। সুস্থ আছি ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া।’
* মোশাররফ করিম : দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটক ও সিনেমা-দুই মাধ্যমেই রয়েছে তার সরব উপস্থিতি। কাজ করছেন কলকাতার সিনেমায়ও। সেখানে ব্রাত্য বসু’র সিনেমা মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। জন্মদিন কীভাবে কাটাবেন জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘জন্মদিন নিয়ে আসলে এবার বিশেষ কিছুই করা হচ্ছে না। আমার স্ত্রী জুঁইয়ের মনটা ভীষণ খারাপ। কারণ তার ফুপা অসুস্থ যিনি রায়ানের (মোশাররফ করিমের ছেলে) সঙ্গেই সময় কাটাতেন সারাক্ষণ। আমি আমার জন্মদিনে তার জন্য দোয়া চাই সবার কাছে। আর আজ আমার সঙ্গে অন্য যাদের জন্মদিন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখেন।’
* রুমানা রশীদ ঈশিতা : এক সময়ের টিভি নাটকের অন্যতম অভিনেত্রী। ইদানীং অভিনয়ে তাকে খুব বেশি দেখা যায় না। সর্বশেষ ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০, ২০২১’র বিচারক হিসাবে কাজ করেছিলেন কয়েক মাস আগে। এবারের জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস নেই বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ঈশিতা বলেন, ‘আম্মু নেই। তাই জন্মদিনও আমার কাছে পানসে। এ দিনে শুধু আম্মুর জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমার আজকের যে অবস্থান তার পুরোটাই আম্মুর অবদান। আম্মু ছাড়া কীভাবে যে বেঁচে আছি তা সত্যিই একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আমার আব্বুর জন্যও দোয়া করবেন সবাই। আমি আমার স্বামী সন্তান নিয়ে দিনটা ভালোভাবে কাটিয়ে দিতে চাই।’
* বীথি রানী সরকার : এ প্রজন্মের অভিনেত্রী বীথি রানী সরকার। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়াতে সম্পৃক্ততা তার। এরপর অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। টিভি নাটকে ও সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন সিনেমায়ও। তার অভিনীত সিনেমা হচ্ছে ‘হেডমাস্টার’, ‘সত্ত্বা’, ‘হরিজুপিয়া’, ‘কাসার থালায় রুপালি চাঁদ’, ‘কারণ তোমায় ভালোবাসি’। নাটকেও কাজ করেন নিয়মিত। তবে আপাতত কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না বলে জানিয়েছেন তিনি। জন্মদিন প্রসঙ্গে বীথি বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে বিকালে রমনা কালী মন্দিরে যাব। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন। আমার আগামীটা যেন আরও সুন্দর হয়। আর কিছু গরিব মানুষদের এ মন্দিরেই খাওয়া দাওয়া করাব। সবার কাছে আশীর্বাদ চাই যেন দিনটি ভালোভাবে কেটে যায়।’