ইসলাম ও নৈতিকশিক্ষা,
মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
বর্ণনামূলক প্রশ্ন
১. আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি?
উত্তর : আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি এক ও অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান। যাঁর হুকুমে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং ধ্বংস হবে। যিনি সর্বত্র বিরাজমান। যিনি সবকিছু দেখতে ও শুনতে পান। যিনি কিয়ামতের দিন আমাদের ভালো-মন্দের বিচার করবেন। আল্লাহ সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করব। যেমন—
ক.আল্লাহর অস্তিত্ব : আল্লাহর অস্তিত্বে বিশ্বাস থাকা জরুরী সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সকল কিছুর মালিক। আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরীক নেই।
খ.আল্লাহর গুণাবলি : কুরআন মজিদে আল্লাহ পাকের অনেক গুণের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বিশ্বের পালনকর্তা, তিনি ক্ষমাশীল, তিনি সহনশীল, তিনি সর্বশক্তিমান, তিনি সব শোনেন ও জানেন ইত্যাদি অনেক গুণে তিনি গুণান্বিত।
গ.আল্লাহর বিধান : আল্লাহর আইন ও বিধান অনুসরণ করে চললে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহর বিধান হচ্ছে কুরআন মজিদ।
ঘ.নবি-রাসুলগণের শিক্ষা: আল্লাহর বিধান অনুযায়ী নবি-রাসুলগণ থেকে আমরা তাওহীদ, রিসালাত, দীন, আখলাক, শরীআত ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করে, ইহকালে মঙ্গল ও পরকালে জান্নাত লাভ করতে পারব। আমাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে সকল সম্প্রদায়ের নিকট নবি-রাসুল পাঠিয়েছেন।
২.মুমিন কাকে বলে? ইমানের ফল কী?
উত্তর : ইসলামের মঙ্গল বিষয় যেমন -আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবি-রাসুল, শেষ দিবস, মৃত্যু ও মৃত্যুর পর পুনরুত্থানকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী আমল করাই হলো প্রকৃত ইমান। যার ইমান আছে তাকে মুমিন বলে। আর ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে গড়ে তোলা।
৩.সারা বিশ্বের পালনকর্তা কে? তাঁর লালন-পালনের একটি বর্ণনা দাও।
উত্তর : সারা বিশ্বের পালনকর্তা একমাত্র আল্লাহ তায়ালা।
তাঁর লালন-পালনের একটি বর্ণনা : আমরা যা কিছু দেখতে পাই সবই আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। আবার অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না, সেগুলোও তিনিই সৃষ্টি করেছেন এবং তাদের লালন-পালন ব্যবস্থা করেছেন। আমাদের চারপাশে রয়েছে জীবজন্তু, পশুপাখি, গাছপালা, আরও অনেক কিছু। তিনিই আবার এগুলোকে খাদ্য, পানি, আলো ও বাতাস দিয়ে লালন-পালন করেন। সকল জীবজন্তু, পশুপাখি, তৃণলতা ও গাছপালা খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। এভাবে আল্লাহ সকল সৃষ্টিকে লালন-পালন করেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘‘ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সকলের খাদ্য দানের দায়িত্ব আল্লাহ তায়ালার।’’