অর্থভুবন ডেস্ক
গবেষকরা জানিয়েছেন, প্রাচীন হিরোতা মানুষ তাদের গোষ্ঠীগত পরিচয় প্রকাশের জন্য ইচ্ছাকৃতভাবে নিজেদের মাথার আকৃতি পরিবর্তন করত। বিষয়টি তাদের ব্যাবসায়িক ক্ষেত্রকেও প্রভাবিত করত।
বহু বছর আগে জাপানের একটি সমাধিস্থল থেকে হিরোতা মানুষের কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালগুলোর প্রায় প্রতিটিরই মাথার খুলির পেছনের দিকের অংশ পরিবর্তন করা।
গবেষণাটি ‘প্লস ওয়ান’ জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, তৃতীয় থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চলে অবস্থিত তানেগাশিমা দ্বীপে হিরোতা জনগোষ্ঠীর মানুষের বসতি ছিল। গত শতকের পঞ্চাশের দশকে এবং পরবর্তীকালে ২০০০-এর দশকের শুরুর দিকে কবর খনন করে হিরোতা মানুষের কয়েক শ কঙ্কাল উদ্ধার করা হয়।