Sunday, October 6, 2024

সড়কজুড়ে পশুপাখির হাট, ভোগান্তিতে জনসাধারণ

অর্থভুবন প্রতিবেদক

এক যুগ ধরে সড়কের ওপর পশুপাখির হাট বসছে রংপুর নগরীর লালবাগ এলাকায়। পশুপাখির হাটের স্থায়ী জায়গা না থাকায় সপ্তাহের দুই দিন বাধ্য হয়ে বিক্রেতারা পণ্য নিয়ে বসছেন রংপুর-কুড়িগ্রাম সড়কের ওপর। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে সড়ক দিয়ে চলাচলকারী ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন।

 

 লালবাগ পশুর হাটে গিয়ে দেখা যায়, সড়কজুড়ে বসেছে নানা জাতের কবুতর, পাখি আর হাঁস-মুরগির সাপ্তাহিক হাট।

 

লালবাগ হাট কমিটির সূত্রে জানা যায়, লালবাগ পশুর হাটে জায়গা কম। গত ১০ বছর সপ্তাহের দুই দিন প্রতি রবি ও বুধবার চলে আসছে এই হাটের নিয়মিত কার্যক্রম। পশুর হাটের জন্য নতুন জায়গার চাহিদা দেওয়া হয়েছে সিটি করপোরেশনে। নগরের প্রায় ১৫টি পাড়া-মহল্লার বাসিন্দাসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোনারুল ইসলাম মোনা। তিনি বলেন, প্রতি রোববার আর বুধবার বিকেলে শহরে যেতে দুর্ভোগে পড়তে হয় লালবাগ এলাকায়। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। লালবাগ পশুর হাটে আটকে পড়া অটোরিকশার পাঁচ যাত্রী ও চালকের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এই পশুপাখির হাট অবিলম্বে স্থানান্তর করা হোক।

অন্তত দশজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেন, অনেক ঝুঁকি নিয়ে তাঁদের সড়কের ওপর দাঁড়িয়ে বেচাকেনা করতে হয়।এই হাট কমিটি তাঁদের সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে এভাবে তাঁরা বেচাকেনা করেন। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা পশুপাখির হাটটি স্থানান্তরের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী ১৫ দিনের মধ্যে আশা করছি সমাধান হয়ে যাবে।’

spot_imgspot_img

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবাকে অভিনন্দন চীনের শি’র

একটি ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার সুযোগকে স্বাগত জানিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আজ...

জাতিসংঘের প্রধানকে ‘অবাঞ্চিত’ ঘোষণা ইসরাইলের

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সুনিদিষ্টভাবে নিন্দা করতে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করেছে ইসরাইল।  আজ বুধবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ’র এক বিবৃতির উদ্ধৃতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here