অর্থভুবন ডেস্ক
বাংলাদেশের আরএমজি কর্মীদের জীবন-মান উন্নত করার উদ্দেশ্যে দেশের সর্ববৃহৎ রিটেইল চেইন শপ স্বপ্ন’র সাথে পার্টনারশিপ করেছে ওয়েজলি। এতে করে আরএমজি কর্মীরা তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ স্বপ্ন থেকে ওয়েজলি পস্ন্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই ক্রয় করতে পারবেন। নুর এলাহী, ওয়েজলি-এর ব্যবস্থাপনা পরিচালকের মতে, “একজন আরএমজি কর্মীর মোট মাসিক ব্যয়ের প্রায় ৪০ শতাংশ নিত্যপ্রয়োজনীয় ও সদাইপাতি ক্রয় বাবদ ব্যয় করে। ওয়েজলি এবং স্বপ্ন-এর এই পার্টনারশিপ আরএমজি কর্মীদের এই চাহিদা অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে। ৭৫টিরও বেশি ফ্যাক্টরি এবং ২ লাখেরও বেশি ওয়েজলি- অ্যাপ ব্যবহারকারীদের পরিসেবা দেওয়ার অভিজ্ঞতা থেকে, আমরা অবলোকন করি যে, কীভাবে নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্য কর্মীদের ক্রয়ক্ষমতা এবং দৈনন্দিন চাহিদাকে প্রভাবিত করছে। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা কর্মীদের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় সব পণ্যসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি- যা তাদের জীবন-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। বিজ্ঞপ্তি