Thursday, September 19, 2024

গণমানুষের জন্য কাজ করাই হলো সাংবাদিকতা : ফরিদা ইয়াসমিন

 জাবি প্রতিনিধি,অর্থভুবন

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, সাংবাদিকতা এক ধরনের নেশার মতো। গণমানুষের জন্য কাজ করাই হলো সাংবাদিকতা। গতকাল বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ ব্যাচের বিদায় ও ৫১ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদা ইয়াসমিন বলেন, গণমানুষের জন্য কাজ করা হলো সাংবাদিকতা। সাংবাদিকতাকে ভালোবাসতে হয়। এটি এমন এক ধরনের পেশা যা নেশার মতো। প্রতিকূল পরিস্থিতিতেও সাংবাদিককে চোখ-কান খোলা রাখতে হয়। সাফল্যের কোনো শর্টকাট নেই। যারা সাংবাদিকতা করতে চাও তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। অন্য সব পেশার জন্যও একই কথা প্রযোজ্য। নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করো।

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির বলেন, সাংবাদিকতা সব সময়ই চ্যালেঞ্জিং পেশা। এটা জেনেই তাকে এখানে আসতে হবে। কয়েক দশক আগেও তা পেশা হিসেবে তেমন গুরুত্ব পেত না। কিন্তু এখন ভিন্ন কথা বলছে। এখন তা ডিজিটাল ফর্মে এসে বৈশ্বিক হয়েছে। তাই সেভাবেই নিজেকে তৈরি করে এখানে আসতে হবে। নবীন শিক্ষার্থীদের স্বাগত এবং প্রবীণদের জন্য শুভকামনা জানিয়ে সমাপনী বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অন্যান্য শিক্ষক।

spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here