Sunday, September 15, 2024

দক্ষ মানবসম্পদ গড়তে হবে

অর্থভুবন ডেস্ক

দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের যে লক্ষ্য স্থির করা হয়েছে তাতে বলা আছে, ২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত এক বছরে সাক্ষরতার হার ১.৪২ শতাংশ বেড়েছে।

 
চলতি বছর সাক্ষরতার হার ৭৬.৮ শতাংশ, যা গত বছর ছিল ৭৪.৬৬ শতাংশ।

 

২০২২ সালের জনশুমারির প্রাথমিক তথ্য অনুযায়ী জাতীয়ভাবে সাক্ষর পুরুষের হার ৭৬.৫৬ শতাংশ এবং সাক্ষর নারী ৭২.৮২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘প্রায়োগিক সাক্ষরতা জরিপ ২০২৩’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রায়োগিক সাক্ষরতার হার বেড়েছে ১৯.৯৯ শতাংশ।

আন্তর্জাতিক সংজ্ঞানুযায়ী সাক্ষরতা হচ্ছে পড়া, অনুধাবন করা, মৌখিকভাবে ও লেখার বিভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যা করা, যোগাযোগ স্থাপন করা এবং গণনা করার দক্ষতা।

 
অর্থাৎ সাক্ষরতা বলতে লিখতে, পড়তে, গণনা করতে ও যোগাযোগ স্থাপন করার সক্ষমতাকে বোঝানো হয়। সাক্ষরতা নিরূপণের ক্ষেত্রে যারা লিখতে ও পড়তে পারত, তাদের সাক্ষর হিসেবে গণ্য করা হতো। যে সাক্ষরতা বাস্তবজীবনে প্রয়োগ করা যায়, সেটাই প্রায়োগিক সাক্ষরতা।

 

মানুষের দৈনন্দিন জীবনাচরণ ও প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন সময়ে সাক্ষরতার সংজ্ঞা, ধারণা, প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে।

 
তাই সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞানদানের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না।

 

২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০১৪ সালের মধ্যে সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার লক্ষ্য তুলে ধরা হয়েছিল। মানুষ একটা লক্ষ্য নিয়ে কাজ করে। কিন্তু সব লক্ষ্যই শতভাগ পূরণ হয় না। লক্ষ্য পূরণে আন্তরিক প্রচেষ্টা থাকলে এই সময়ে না হলেও অচিরেই আমরা লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাব।

 

আর তাই নিরক্ষর এবং অদক্ষ মানুষকে সাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করে আবার মানবসম্পদে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই যে সাক্ষরতার হার বাড়ছে, এটাই প্রকৃত উন্নয়ন। এই উন্নয়নই দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে। জনসংখ্যা যখন জনসম্পদে পরিণত হবে, তখন তার সুফল ভোগ করবে দেশ।

 

 

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here