Friday, October 11, 2024

নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড চেয়েছে সিএমপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অর্থভুবন ডেস্ক

উদ্বোধনের অপেক্ষায় থাকা চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের প্রবেশমুখ, আনোয়ারা অংশে। সম্প্রতি তোলা ছবিউদ্বোধনের অপেক্ষায় থাকা চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের প্রবেশমুখ, আনোয়ারা অংশে। সম্প্রতি তোলা ছবি। নির্মাণকাজ শেষ। আগামী অক্টোবরে খুলে দেওয়া হবে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এখন গুরুত্বপূর্ণ এই যোগাযোগ অবকাঠামোটির নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ জন্য চাওয়া হয়েছে ‘ডগ স্কোয়াড’।

 

বঙ্গবন্ধু টানেলের এক প্রান্তে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এবং অন্য প্রান্তে আনোয়ারা উপজেলা। টানেলকেন্দ্রিক পুলিশি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য দুই প্রান্তে দুটি থানা স্থাপনের প্রস্তাব ছিল। কিন্তু থানার অনুমোদন না পাওয়ায় এখন দুই প্রান্তে ফাঁড়ি স্থাপন করে নিরাপত্তার পরিকল্পনা সাজানো হচ্ছে। এ জন্য কর্তৃপক্ষের কাছ থেকে ৬ জন এএসআই, ২ জন নায়েক ও ৩৫ জন কনস্টেবল চাওয়া হয়েছে। সেই সঙ্গে থাকবে ডগ স্কোয়াডও ।

দুই প্রান্তেই টানেলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে আছেন সিএমপির বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা। তিনি জানান, ২০১৬ সালে গঠিত বিশেষায়িত ডগ স্কোয়াড দিয়ে টানেলের নিরাপত্তা দিতে চায় সিএমপি। এ ক্ষেত্রে ‘কে-৯’ নামের একটি বিশেষায়িত ডগ স্কোয়াডকে ঘিরে পরিকল্পনা সাজানো হচ্ছে।

১০টি অনুসন্ধানী কুকুরের একটি স্কোয়াড খুব শিগগির ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে আসবে বলে জানিয়েছেন সিএমপির উপকমিশনার (হেডকোয়ার্টার্স) আবদুল ওয়ারিশ। তিনি বলেন, প্রশিক্ষিত এসব কুকুরকে যেকোনো বিশেষ স্থাপনায় কিংবা জায়গায় কাজে লাগানো হবে।

টানেলের নিরাপত্তায় ডগ স্কোয়াড বিশেষ কী ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, পাহারাদার বা অনুসন্ধানী কুকুরের কাজ হচ্ছে যন্ত্র দ্বারা পরীক্ষার পরেও লুক্কায়িত থাকা বস্তু আবিষ্কার করা। প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা কুকুর ঘ্রাণশক্তি ব্যবহার করে লুক্কায়িত বোমা ও দাহ্য বস্তু আবিষ্কার করতে সক্ষম। এ কারণে অনুসন্ধানী কুকুরকে বিশেষ জায়গায় কিংবা স্থাপনায় নিরাপত্তা বিধানের কাজে লাগানো হয়। বঙ্গবন্ধু টানেলও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও বিশেষ স্থাপনা

spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here