Sunday, September 15, 2024

সিলেটে সিএনজি স্টেশনে বিস্ফোরণ দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অর্থভুবন ডেস্ক

সিলেট নগরীর মিরাবাজারস্থ একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৯ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। 

বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এছাড়া বাকি দুইজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজার দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেসার কক্ষে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ৭ জন ওই স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

 

এদিকে, বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় বুধবার কোতোয়ালী থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের না হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ মামলা না করলে ওই জিডির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here