অর্থভুবন ডেস্ক
সফলতার জন্য ভালো অভ্যাস গড়ে তোলা যেমন জরুরি তেমনি বদভ্যাস থেকে দূরে থাকাও জরুরি। ছাত্রজীবনে সফলতা লাভের জন্য যে পাঁচটি বদভ্যাস থেকে দূরে থাকতেই হবে
না বুঝে ক্লাসনোট নয়
ক্লাসে লেকচারের নোট নেওয়া খুবই ভালো অভ্যাস। এর ফলে ক্লাসের আলোচনা সংরক্ষিত থাকে, পরে ক্লাসনোটে চোখ বুলালে আলোচনাগুলো আবার মনে পড়ে। পরীক্ষার প্রস্তুতিতেও এই নোট ভীষণ ফলদায়ী। কিন্তু ক্লাসে নোট করতে বেশি ব্যস্ত হয়ে গেলে শিক্ষক কী বলছেন তা শোনা যায় না, শোনা গেলেও বিষয়টি বোঝা যায় না। পরে নোট দেখে মনে পড়ে না ওই কথাটি শিক্ষক কোন প্রসঙ্গে এবং কেন বলেছিলেন। তাই নোট নেওয়ার আগে শিক্ষকের কথা বুঝে নিতে হবে। ক্লাসে ও পরীক্ষায় ভালো করতে হলে না বুঝে ক্লাসনোট নেওয়ার বদভ্যাস দূর করতে হবে।
অপরিমিত আন্ডারলাইন করা
কোনো বিষয় পড়ার সময় গুরুত্বপূর্ণ শব্দ, বাক্য, সাল, তারিখ ইত্যাদি আন্ডারলাইন করা ভালো, কিন্তু তা অবশ্যই হতে হবে পরিমিত পরিমাণে। তাতে রিভিশনের সময় আন্ডারলাইন করা অংশে মনোযোগ দেওয়া সম্ভব হয়। কিন্তু যে বিষয়টি পড়ছ সে বিষয়ের প্রায় সব অংশই যদি আন্ডারলাইন করে রাখ তাহলে মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। কোন অংশটি গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবে না। সহজে রিভিশনও দিতে পারবে না।
না বুঝে পড়া নয়
পড়াশোনার আসল ফল পেতে হলে তোমাকে অবশ্যই বুঝে পড়তে হবে। না বুঝে পড়া কোনো ভালো অভ্যাস নয়। না বুঝে মুখস্থ করলে মনে থাকে না। পরীক্ষায় লেখা যায় না। ভুলে যেতে হয়। না ভালো করা যায় ক্লাসে না ভালো করা যায় পরীক্ষায়। জীবনের দৌড়েও সফল হওয়া যায় না। বুঝে পড়লে তুমি শেখা বিষয়টি বাস্তব জীবনেও কাজে লাগাতে পারবে। কোনো জিনিস শেখার মাঝে একটি আনন্দ আছে। না বুঝে পড়লে ওই আনন্দ থেকে তুমি যেমন বঞ্চিত হচ্ছ, তেমনি পড়াশোনাও তোমার কাছে মনে হবে বিষের মতো। তাই না বুঝে পড়ো।
অবিশ্রান্ত পড়া নয়
আমাদের মস্তিষ্ক একনাগাড়ে বেশিক্ষণ একই জিনিসে মনোযোগ রাখতে পারে না। একটানা পড়লে তাই মনে থাকার সম্ভাবনা কম। তার থেকে পড়ার মাঝে যদি অল্প সময়ের বিশ্রাম নাও তাহলে পড়া মনে থাকবে বেশি, সহজে পড়া আয়ত্ত করতে পারবে। তাই আধাঘণ্টা পড়ার পরে ৫ মিনিটের একটি বিরতি নাও বা এক ঘণ্টা পড়ার পরে ১০ মিনিটের একটি বিরতি নাও।
পড়া ফেলে রাখা নয়
খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া। আজকের পড়া কালকের জন্য ফেলে রাখবে না। এভাবে ফেলে রাখলে পড়া জমে বিশাল হয়ে যায়। পরীক্ষা এলে পড়ার কোনো কূলকিনারা পাওয়া যায় না। দিনের পড়া দিনে শেষ করলে পরীক্ষার সময় হা-হুতাশ করতে হবে না