Monday, September 16, 2024

মাদারীপুরের কালকিনিতে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণকেন্দ্র বদলে যাবে অসহায় নারীদের জীবন

অর্থভুবন প্রতিবেদক

গত ২ সেপ্টেম্বর শনিবারের ঘটনা। মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রেস ক্লাবের হলরুম ততক্ষণে কানায় কানায় পূর্ণ। সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু উপজেলার ১৫ জন সংগ্রামী অসহায় নারী। জীবনসংগ্রামের লড়াকু এই নারীরা আজ এখানে জমায়েত হয়েছেন পরিবর্তনের আশায়।

 
বুকভরা স্বপ্ন নিয়ে জীবনের লড়াই তাঁরা চালিয়েছেন ঠিকই, কিন্তু এখনো জয়ী হতে পারেননি। আজ সবার চোখেমুখে দৃঢ় প্রত্যয়ের ছাপ। এবার তাঁরা জীবনযুদ্ধে জয়ী হবেনই। অসহায় এই নারীদের জীবনে সফলতা আনতে পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।
 
বদলে যাবে তাঁদের জীবনচিত্র। সমাজের পিছিয়ে পড়া অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, বিধবা, এতিম, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে কালকিনিতে শুরু হয়েছে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণকেন্দ্র। সেদিন এই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করা হয়।

 

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কালকিনি প্রেস ক্লাবের হলরুমে ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

 
প্রশিক্ষণ শেষে সংগ্রামী এই নারীরা সেলাইয়ের কাজ করে যেন নিজেদের স্বাবলম্বী করতে পারেন এই লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রত্যেকের হাতে সেলাই মেশিন তুলে দেবেন কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ও প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রশিক্ষণ নিতে আসা নারীদের প্রত্যেকের জীবনের গল্প যেন রূপকথার কাহিনির মতো।

 

১৩ বছর আগে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের রেনু খানমকে ছেড়ে তাঁর স্বামী অন্যত্র বিয়ে করেন। এক ছেলে ও এক মেয়ে নিয়ে অসহায় হয়ে পড়েন রেনু। মানুষের বাসায় কাজ করে সংসারের হাল ধরেন।

 
তাঁকে খুঁজে বের করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। সেলাই প্রশিক্ষণে ভর্তি করে নেওয়া হয় রেনুকে। মানুষের বাসায় কাজ করে সংসার চলে ঠিকই, কিন্তু সচ্ছলতার মুখ দেখা হয়নি তাঁর। এখন খুব খুশি এবং আত্মবিশ্বাসী তিনি। সেলাই প্রশিক্ষণ নিতে এসে রেনু বলেন, ‘জীবনে অনেক কষ্ট করছি। বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে এখন স্বাবলম্বী হতে পারব। সংসার চালাতে আর কোনো কষ্ট হবে না। কিছু টাকা জমাতেও পারব।’

 

খুব অল্প বয়সেই স্বামীহারা হন দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ফিরোজা বেগম। এক মেয়ে নিয়ে তাঁর দুঃখের শেষ নেই। ফিরোজা বেগম বলেন, ‘মেয়েকে আমি অনেক কষ্ট করে মানুষ করতেছি। এই মুহূর্তে আমার পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ। সেলাই প্রশিক্ষণের কথা শুনে মনে হয় নিজের হাতে চাঁদ পেয়েছি। বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ। এবার মেয়েকে নিয়ে ভালোভাবে চলতে পারব।’

এনায়েতনগর ইউনিয়নের সুরাইয়া আক্তারের বাবা মারা গেছেন পাঁচ বছর আগে। সে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। সংসারে তিন বোন, এক ভাই ও মা। পরিবারের বড় হওয়ায় তাকেই হাল ধরতে হয়। কোনো রকম টিউশন করিয়ে নিজের খরচ এবং পরিবার চালায় সুরাইয়া। বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণকেন্দ্রে সেলাই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়ে বেশ আনন্দিত সে। সুরাইয়া বলে, ‘পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় দিন গুনছিলাম। খুবই কষ্ট হচ্ছিল চলতে। প্রশিক্ষণ শেষে একটি মেশিন পেলে সব চিন্তা দূর হবে। কষ্ট থাকবে না। ভাই-বোন ও মাকে নিয়ে ভালোভাবে চলতে পারব। সুন্দরভাবে বেঁচে থাকার পথ তৈরি করে দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ।

বাঁশগারী ইউনিয়নের ভাটবালি গ্রামের খাদিজা আক্তার সুমা। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। এত বড় সংসারের উপার্জনক্ষম ব্যক্তি সুমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সুমা তখন পঞ্চম শ্রেণিতে পড়ে। ঠিকমতো খাওয়াতে না পেরে কালকিনি শহরে এক বাসায় সুমাকে কাজের জন্য পাঠিয়ে দেন মা। অনেক কান্নাকাটি করেছিল মেয়েটি। কয়েক দিন খুব মন খারাপও ছিল। কিন্তু সেই বাসার দুজন মানুষই খুব ভালো থাকার কারণে তার আর কোনো কষ্ট রইল না। তারা সুমাকে লেখাপড়া করার সুযোগ দিয়েছে। এই বছর সুমা এসএসসি পাস করেছে।  বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হয়ে সুমা বলে, ‘আমার ইচ্ছা ছিল স্বাবলম্বী হব। যখনই শুনলাম বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ দেবে, দেরি না করে ভর্তি হয়েছি। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল। আল্লাহর রহমতে বসুন্ধরা গ্রুপ আমার পাশে দাঁড়াল। আমি সেলাই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হব, ইনশাআল্লাহ। আমার স্বপ্নপূরণের সারথি বসুন্ধরা গ্রুপ।’  

কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেব যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, সেটি সত্যি অনেক প্রশংসনীয়। আমরা সরকারের প্রতিনিধি হয়ে যারা কাজ করি, তারাও অনেক সময় এত বড় উদ্যোগ নিতে পারি না। আমাদের সীমাবদ্ধতা থাকে। বসুন্ধরা গ্রুপ শুভসংঘের মাধ্যমে যেসব উদ্যোগ গ্রহণ করে, তার তুলনা হয় না। বসুন্ধরা গ্রুপকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই।

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here