Saturday, February 15, 2025

মামলা নিষ্পত্তির হার ১২৫ শতাংশ হলে জট কমবে

অর্থভুবন ডেস্ক

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ৪৩ লাখ মামলা মাত্র ১ হাজার ৮০০ বিচারক দিয়ে বিচারকাজ সম্পন্ন করা চাট্টিখানি কথা নয়। মামলা নিষ্পত্তির হার ১২৫ শতাংশে উন্নীত করা গেলে কয়েক বছরের মধ্যে মামলাজট কমানো সম্ভব হবে।

গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

 

এতে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ হাদী। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর-২ আসনের সাংসদ মীর

মোস্তাক আহমেদ রবি, জেলা ও দায়রা জজ চাঁদ মো. আবদুল আলিম আল রাজী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুমায়ুন কবির প্রমুখ।

এর আগে প্রধান বিচারপতি সাতক্ষীরা আইনজীবী ভবনে ‘ন্যায়কুঞ্জ’ নামের একটি বিশ্রামাগার উদ্বোধন করেন।

গত বৃহস্পতিবার ছিল হাসান ফয়েজ সিদ্দিকীর বিচারিক জীবনের শেষ কর্মদিবস। ৬৭ বছর পূর্ণ করে আগামী ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজের ১৯৭৫-৭৬ ব্যাচের ছাত্র ছিলেন। এখান থেকেই তিনি আইএসসি (বর্তমানে ইন্টারমিডিয়েট) পরীক্ষা পাস করেন।

 
 
 
spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here