অর্থভুবন ডেস্ক
কাঠ দিয়ে সচরাচর ঘরের ফার্নিচার তৈরি করে থাকে। তবে ঘটেছে এক বিরল ঘটনা। কাঠ দিয়ে দারুণ এক গাড়ি (মাইক্রো) তৈরি করেছেন নওগাঁর কাঠমিস্ত্রি। ৬ মাসের প্রচেষ্টায় কাঠ দিয়ে চার চাকার একটি পূর্ণাঙ্গ গাড়ি বানিয়েছেন সামসদ্দিন মণ্ডল। গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘কাঠের মাইক্রো’। এরই মধ্যে দৃষ্টিনন্দন এ গাড়িটি সবার নজর কেড়েছে। দূরদূরান্ত থেকে সামসদ্দিনের বাড়িতে গাড়িটি দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
৫০ বছর বয়সি সামসদ্দিন মণ্ডল নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২৮ বছর ধরে কাঠমিস্ত্রি হিসাবে কাজ করে আসছেন।
চালকসহ পেছনে বসার জন্য রয়েছে দুটি আসন। পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এ গাড়িটি তৈরিতে খরচ হয়েছে ৪৯ হাজার টাকা। বর্তমানে গাড়িটিতে লাগানো আছে ১২০ এমপিআর একটি পুরোনো ব্যাটারি। একবার চার্জ দিলে চলে ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা। তবে চারটি নতুন ব্যাটারি লাগানো গেলে এক চার্জে সারাদিন চালানো যাবে।
পরিবেশবান্ধব এ গাড়ি নিয়ে নিজের ব্যক্তিগত কোনো কাজে বের হলে তা নজর কাড়ছে পথচারীর। এক নজর দেখার জন্য গাড়ির চারপাশে ভিড় করছেন উৎসুক লোকজন। কেউ কেউ আবার এ গাড়ির সঙ্গে ছবিও তুলে রাখছেন। উল্লেখ্য, এর আগে কাঠমিস্ত্রি সামসদ্দিন মণ্ডল কাঠের তৈরি মোটরসাইকেল বানিয়ে সাড়া ফেলেছিলেন এলাকায়।