অর্থভুবন ডেস্ক
‘বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও?’
প্রশ্ন শুনে অনেকেই বুঝে কিংবা না বুঝে চট করে উত্তর দিয়ে ফেলে, ‘বিবিএ’।
কেউ হয়তো বড় ভাই বা বোনকে বিবিএ পড়তে দেখে মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছেন। কারও উচ্চমাধ্যমিকের বিভাগ ব্যবসায় শিক্ষা বলে তিনি মনে মনে ধরেই নিয়েছেন, বিবিএ ছাড়া আর পথ নেই। আবার ব্যাংকার, করপোরেট চাকরিজীবী কিংবা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়েও অনেকে বিবিএ পড়তে চান। আদতে বিবিএ কাদের জন্য? বিবিএ পড়ার আগে কী কী জেনে রাখা দরকার। শিক্ষক, সদ্য স্নাতক, উদ্যোক্তা, করপোরেট ব্যক্তিত্বদের কাছে তা-ই জানতে চেয়েছিলাম আমরা।
বিবিএ কেন পড়ব
উত্তরটা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘এটা সত্যি, বাংলাদেশের অভিভাবকদের একটা বড় অংশই নিজেদের সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চান। এটা চাওয়াও স্বাভাবিক। কারণ তাঁরা এই দুই পেশার মানুষকে বেশি প্রতিষ্ঠিত হতে দেখেন। কিন্তু আমাদের সব পেশার মানুষই দরকার। ধরুন, একজন প্রকৌশলী কিছু উদ্ভাবন করল বা একটা পণ্য তৈরি করলেন, কিন্তু এই পণ্যের দাম কত হবে, কীভাবে বাজারজাত করতে হবে, কোথায় বিজ্ঞাপন দিতে হবে ইত্যাদি বিষয়ে একজন বিবিএ গ্র্যাজুয়েট ভালো জানেন। তিনি তো এসব নিয়েই পড়ালেখা করেছেন। ফলে আমাদের যেমন ডাক্তার-ইঞ্জিনিয়ার দরকার, একই সঙ্গে এমন অনেক মানুষ দরকার, যাঁরা ব্যবসা প্রশাসন ভালো বুঝবেন। তাঁরা নিজেরা ব্যবসা করবেন, অন্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসার দিকটা পরিচালনা করবেন।’