Sunday, October 6, 2024

খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১১ বছরের রেকর্ড ভাঙল

অর্থভুবন ডেস্ক

বিশ্ববাজারে খাদ্যসহ বিভিন্ন পণ্যের দাম কমার দিকে থাকলেও দেশের বাজারে তার উল্টো চিত্র। গত আগস্ট মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। আর খাদ্যের মূল্যস্ফীতি আরও চড়া, তা ১২ দশমিক ৫৪ শতাংশে ঠেকেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

বিবিএসের হিসাবে, খাদ্য খাতে এই মূল্যস্ফীতি গত ১১ বছর ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি এর চেয়ে বেশি ছিল, তখন ১২ দশমিক ৭৩ শতাংশে উঠেছিল। এক দশকের মধ্যে গত আগস্ট মাসে হঠাৎ খাদ্য মূল্যস্ফীতি প্রথমবারের মতো দুই অঙ্কের ঘরে উঠে যায়। 

 

মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য সরকারের প্রাক্কলনের প্রায় দ্বিগুণ। সরকার চলতি অর্থবছরের মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার লক্ষ্য নিয়েছিল বাজেটে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সরকারের লক্ষ্যমাত্রার দ্বিগুণে ঠেকেছে খাদ্য মূল্যস্ফীতি।

আগস্টে ৯ দশমিক ৯২ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হচ্ছে, ২০২২ সালে আগস্টে যে পণ্য ও সেবা ১০০ টাকায় পাওয়া যেত, তা গত আগস্টে কিনতে খরচ হয়েছে ১০৯ টাকা ৯২ পয়সা দিয়ে। সে হিসাবে গত বছরের চেয়ে এ আগস্টে সাড়ে ১২ শতাংশ বেশি দামে খাদ্য কিনতে হচ্ছে মানুষকে।

বিবিএস বলছে, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশ হয়েছে। জুলাইয়ে তা ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। আর গত বছরের আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫২ শতাংশ।

সংস্থাটির তথ্য বলছে, আগস্ট মাসে খাদ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। জুলাই মাসে যেটি ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ১০০ টাকার খাদ্য কিনতে মানুষকে ২২ টাকা বেশি দিতে হচ্ছে।

গত মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ।

দেশে জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকলেও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গত শুক্রবার বলেছে, বিশ্ববাজারে গত দুই বছরের মধ্যে খাদ্যের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। খাদ্য মূল্যসূচক গত আগস্টে ১২১ দশমিক ৪-এ নেমে এসেছে, যা তার আগের মাসে ছিল ১২৪ পয়েন্ট। ২০২১ সালের মার্চের পর এই সূচক এতটা আর কখনোই কমেনি। সেই তুলনায় আগস্টে সার্বিক সূচক ২৪ শতাংশ কমেছে। আগস্টে বিশ্বব্যাপী ভোজ্যতেলের দাম কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। দুগ্ধজাত পণ্যের দামও কমেছে প্রায় ৪ শতাংশ।

spot_imgspot_img

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবাকে অভিনন্দন চীনের শি’র

একটি ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার সুযোগকে স্বাগত জানিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আজ...

জাতিসংঘের প্রধানকে ‘অবাঞ্চিত’ ঘোষণা ইসরাইলের

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সুনিদিষ্টভাবে নিন্দা করতে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করেছে ইসরাইল।  আজ বুধবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ’র এক বিবৃতির উদ্ধৃতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here