অর্থভুবন ডেস্ক
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের জেট ফুয়েলের দাম বৃদ্ধি করেছে। অভ্যন্তরীণ গন্তব্যের জন্য লিটার প্রতি ১২ টাকা বাড়ানো হয়েছে। আর আন্তর্জাতিক গন্তব্যের জন্য ০.১১ ডলার বাড়ানো হয়েছে।
এতে চলতি মাসে অভ্যন্তরীণ গন্তব্যের জন্য লিটার প্রতি জেট ফুয়েলের দাম পড়বে ১১৮ টাকা, যা আগস্ট মাসে ছিলো ১০৬ টাকা। রবিবার এই দাম বৃদ্ধি করা হয়।
আন্তর্জাতিক গন্তব্যের জন্য ভারতের জেট ফুয়েলের বাজারের গড়ম্যূল্যের ভিত্তিতে বাংলাদেশে দাম নির্ধারণ করা হয়। আগস্টে আন্তর্জাতিক গন্তব্যের জন্য দাম ছিলো ০.৮০ ডলার এখন তা ০.১১ ডলার বেড়ে হয়েছে ০.৯১ ডলার।
বিপিসি বলছে, ভারতে যে দাম রাখা হয় বাংলাদেশে তার তুলনায় কম দাম রাখা হয়।
বিপিসির একটি সূত্র বলেন, প্রতি ২ মাস পর পর জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়। এটা করার জন্য বিপিসি একটি কমিটি রয়েছে। দাম সমন্বয়ের জন্য আন্তর্জাতিক বাজার দর এবং ভারতের বাজার দরের উপর ভিত্তি করে নির্ধারন করা হয়। তাদের চেয়ে অন্তত ১ টাকা হলেও কম দর নির্ধারন করা হয়।
এভিয়েশন সংশ্লিস্টরা বলছেন, জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় টিকেটের দামও বাড়বে যা যাত্রীর পকেট থেকেই নেয়া হবে।