Sunday, September 15, 2024

উজিরপুরে নিঃস্ব হওয়ার পথে ২২শ মানুষ দুইশ একর জমি দখলের পাঁয়তারা তিন এনজিওর

 অর্থভুবন ডেস্ক  

বরিশালের উজিরপুরে ৩টি এনজিওর প্রতারণার শিকার হয়েছে ২২শ মানুষ। ভোসড (প্যান্ডামিক ফিশারিজ লিমিটেড), অর্গানিক এগ্রো ফিশারিজ লিমিটেড ও অন্বেষা ফাউন্ডেশনের প্রতারণায় উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দারা এখন নিঃস্বপ্রায়। তাদের ১৯৬ একর জমি জালজালিয়াতি করে রেকর্ড করিয়ে দখলে নেওয়ার পাঁয়তারা চালানোর প্রতিবাদে শুক্রবার শিবপুর গ্রামে ৫ শতাধিক মানুষ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে। দুপুরে ঘটনার সঙ্গে জড়িত এনজিও ভোসডের মালিক মোস্তাফিজুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে তারা ঝাড়ু মিছিল করে। এ সময় তারা দোষী মোস্তাফিজুর রহমানের বিচার দাবি করেন।

সাতলা ইউনিয়নের ৩নং (শিবপুর) ওয়ার্ডের বাসিন্দা মাহাবুবুর রহমান বলেন, তিনটি এনজিও ও তাদের সহযোগী সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে আমরা ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছি। আমাদের এই জমি নিয়ে গেলে আমরা নিঃস্ব হয়ে যাব। সন্তানদের নিয়ে পথে বসতে হবে। স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, শিবপুর মৌজার ৮০৭নং ডিপি খতিয়ানে ভোসডসহ কয়েকটি এনজিওর বহু দাগের সূচিতে অনিয়মের কারণে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস তদন্ত করে। এরপর দেখা যায়, খতিয়ানে মূলকপি ফেলে দিয়ে একটি ডুপ্লিকেট কপি সংযোজন করে। এই অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে উজিরপুর সহকারী সেটেলমেন্ট অফিসারকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ভোসডের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক মহাদেব দাস, পরিচালক মিন্টু মিয়া, অর্গানিকের মালিক আমিনুল ইসলাম সাগরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। তবে অন্বেষার চেয়ারম্যান অমেলুন্দু কর্মকার বলেন, আমাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে কি না আমার জানা নেই। ওখানে আমরা ২০০৩ সাল থেকে ফিশারিজ ব্যবসা করে আসছি। কেউ কখনো আমাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেনি। তবে স্থানীয় চেয়ারম্যানের প্ররোচনায় এমনটা হতে পারে।

সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল বাসার লিটন বলেন, মোস্তাফিজুর রহমান, সাগর, অন্বেষাসহ একই ভূমিদস্যু বাহিনী গ্রামের অসহায় মানুষের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এটা আমরা কোনোভাবেই হতে দেব না।

সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, বিষয়টি আমরা আমাদের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি।

এ ব্যাপারে বরিশাল-২ আসনের (বানারীপাড়া-উজিরপুর) সংসদ-সদস্য শাহে আলম বলেন, শিবপুরবাসীর সঙ্গে অন্যায় হয়েছে। আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রয়েছি। প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছি শিবপুরবাসীর জন্য যেন কিছু করে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য রুবিনা মিরা বলেন, বিষয়টি আমি জেনেছি। জনগণের সম্পত্তি এভাবে বেহাত হতে দেওয়া যাবে না। আমি ভুক্তভোগীদের সঙ্গে রয়েছি।

 

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here