Saturday, December 7, 2024

সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনায় ব্যাহত যান চলাচল

অর্থভুবন ডেস্ক  

উত্তরা ১০নং সেক্টরের স্লুইচ গেট থেকে ভাটুলিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসিয়ে একটি প্রভাবশালী চক্র মাসে লাখ টাকা চাঁদা আদায় করছে। এতে যানজট বেড়ে গেছে এবং মানুষের স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হচ্ছে। এলাকাবাসী বারবার অভিযোগ দিলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো কর্ণপাত করছে না।

উত্তরা ১০নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী  জানান, সড়ক ও ফুটপাতের হকার ও অবৈধ স্থাপনা থেকে প্রভাবশালী চক্রটি মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বছরের পর বছর গাড়ির গ্যারেজ, খাবার হোটেল, ওষুধের দোকান, ক্ষমতাসীন দলের একাধিক অফিস, কাঠ-বাঁশের গুদাম, রিকশা গ্যারেজ, বাস-ট্রাক সিএনজি ও পিকআপ স্ট্যান্ড, নার্সারি, গাড়ি মেরামতের কারখানা, চা-পানের দোকানসহ কয়েকশ অবৈধ স্থাপনা থেকে প্রতিমাসে লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিএনসিসিতে বারবার চিঠি দেওয়া হলেও অজ্ঞাত কারণে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে না। উচ্ছেদ অভিযান চালানোর অনুরোধ জানিয়ে ২৩ আগস্ট ডিএনসিসির মেয়রকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি ডিএনসিসির অঞ্চল-১-এর জোনাল অফিস, ১নং ওয়ার্ড কাউন্সিলর, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেওয়া হয়েছে।

ডিএনসিসিতে দেওয়া চিঠিতে বলা হয়, আবাসিক এলাকা উত্তরা ১০নং সেক্টরের রানাভোলা অ্যাভিনিউ সড়কের পূর্বপাশে ১১নং সেক্টরের সঙ্গে সংযুক্ত রাস্তা থেকে ১০নং সেক্টরের ২৪নং রাস্তা পর্যন্ত ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে টং দোকান, হোটেল-রেস্তোরাঁ, রিকশা ও গাড়ির গ্যারেজ, বাইক শোরুম, দূরপাল্লার গাড়ির কাউন্টার, কাঠ-বাঁশের দোকান এবং দলীয় একাধিক অফিস। এ কারণে সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া রাতে দোকানে আড্ডা ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি করা হয়। চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটে। আবাসিক এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত, পরিবেশ নষ্টসহ বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কখনোই কাম্য নয়। চিঠিতে বলা হয়, ওয়েলফেয়ার সোসাইটির অফিসে বাসিন্দাদের লিখিত ও মৌখিক নানা অভিযোগ আসছে-এ নিয়ে যে কোনো মুহূর্তে আন্দোলন-সংগ্রাম হতে পারে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি মাসুদ আলম  বলেন, ওই এলাকায় পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। পুলিশ অবৈধ হকারদের রাস্তা থেকে সরিয়ে দেয়। কথা না শুনলে মামলা দিয়ে চালানও করে। সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করলে পুলিশ দিয়ে তিনি সহযোগিতা করবেন। এ বিষয়ে জানতে চাইলে এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মনোরঞ্জন সাহা  জানান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উচ্ছেদ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। জানতে চাইলে ডিএনসিসির অঞ্চল-১-এর দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকি  জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। আগামী সপ্তাহে উত্তরা ১০নং সেক্টরের রানাভোলা অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, এ আবাসিক এলাকায় মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক চিফ হুইপ, হুইপ, সংসদ-সদস্য, সাবেক কেবিনেট সচিব, দুদক চেয়ারম্যান, সচিব, সংবাদমাধ্যমের সম্পাদক ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ অনেকে বসবাস করেন।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here