অর্থভুবন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণার উন্নয়নে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ এর জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে এতে ১ কোটি ১১ লাখ টাকা জমা হয়েছে।
শনিবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে তহবিল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রাথমিক পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাবি উপাচার্য বলেন, ‘প্রাথমিকভাবে আজ অনুদান গ্রহণের মাধ্যমে এ ফান্ডের কার্যক্রম শুরু হল। এটি চলমান থাকবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা এটি ছড়িয়ে দেব, অনলাইনেও তহবিলে অর্থ দেওয়া যাবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ করতে এ ফান্ডে দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের
অর্থ দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।