অর্থভুবন ডেস্ক
নারী উদ্যোক্তাদের সহায়তায় ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাটফরম ‘উই হেল্প’ উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। এসএমই ফাউন্ডেশন এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সমীক্ষা ২০১৩ অনুযায়ী দেশের ৭৮ লাখের বেশি সিএমএসএমই শতকরা ৯৯.৯৩ শতাংশ। অর্থনীতিতে এসব প্রতিষ্ঠানের অবদান ২৫ শতাংশের বেশি।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের হিসাবে, দেশে নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠানে ৮৪ লাখ মানুষ কাজ করেন, যা দেশের মোট কর্মক্ষম মানুষের ১০ শতাংশ।