Friday, October 11, 2024

ডায়েট করতে গিয়ে ভুল করছেন না তো

অর্থভুবন ডেস্ক

দীর্ঘদিন ডায়েটিং করার ফলে হাইপোথাইরয়েডিজম হতে পারে। ছেলেদের মধ্যেও হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। কম পরিমাণে ফ্যাট বা প্রোটিন খেলে হরমোন তৈরিতে বাধা সৃষ্টি হতে পারে। মেটাবলিজমের গতি কমে যায়। অর্থাৎ এনার্জি বার্ন হয় না। এর ফলে ওজন বাড়তেই থাকে। তাই আপনি ডায়েট করেন ঠিকই, কিন্তু কীভাবে করবেন তাও জানা থাকা জরুরি।

যা করছেন : সকালে হয়তো গরম পানিতে মধু আর লেবু খান। অথচ দিনে বেশ কয়েক কাপ কফি বা চা-এ চিনি খেয়ে ফেলেন। বা ফলের রস, কোমল পানীয় মাঝে মধ্যেই চলে। আপনার মনে হচ্ছে আপনি হয়তো চিনি খাচ্ছেন না, কিন্তু চিনি যে পান করছেন, সেদিকে কী খেয়াল নেই। ডায়েট ফুডও কিন্তু খারাপ হতে পারে। ডায়েট ফুড হাই ক্যালরি ফ্যাটকে লো ক্যালরি কার্বোহাইড্রেট দিয়ে রিপ্লেস করে। এতে ক্রেভিং বেড়ে যায়। ফলে বেশি পরিমাণে খেতে ইচ্ছা করে। ফল ডায়েট হচ্ছে না। টিভি দেখতে দেখতে বা কম্পিউটারে কাজ করতে করতে কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন, তার কোনো হুঁশ থাকে না। ফলে পরিমাণের ওপর নিয়ন্ত্রণ রাখা যায় না। আর ওজনও তাই তার নিজের মতো বেড়ে চলে। যে কোনো ধরনের স্ট্রেসেই হাই ক্যালরি খাবার খেতে ইচ্ছা করে। হাই ক্যালরি খাবার খেলে মন শান্ত হয় ঠিকই, কিন্তু শরীরে মেদ লাগতে সময় লাগে না। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে গ্রোথ হরমোনের পরিমাণে কম যায়। এর প্রভাব অ্যাপেটাটইটে পড়ে। না ঘুমিয়ে রাত জেগে ফেসবুক করা বা সিনেমা দেখা যে কতটা ক্ষতিকারক, তা অনেকেই জানেন না।

 

যা করবেন : ফুড জার্নাল মেন্টেন করুন। ক্যালরি আর কার্ব কী খাচ্ছেন কতটা খাচ্ছেন জানা জরুরি। উইকএন্ডে জাঙ্ক ফুড খেতে চাইলে সারা সপ্তাহ হিসাব করে হেলদি খাবার খান। সিগারেট খাওয়া ছেড়ে দিন, আলকোহল থেকেও দূরে থাকুন। টিভি দেখতে দেখতে খাওয়া থেকে বিরত থাকুন। হেলদি ফ্যাট, প্রোটিন, কমপ্লেক্স কার্ব খান। লো ফ্যাট ডায়েট করবেন না। যদি নিজের ওপর ভরসা করতে না পারেন তাহলে ডায়েটিশিয়ান আর ফিটনেসের ট্রেনারের সাহায্য নিতে পারেন।

spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here