অর্থভুবন ডেস্ক
‘আহারে জীবন’, করোনা এসে বুঝিয়ে দিয়ে গেছে মানুষের সম্পর্ক কত ঠুনকো। করোনা আক্রান্ত বাবা বা মাকে সন্তানরা ফেলে দিয়েছে পথের ধারে। আবার উল্টোটাও ঘটেছে সন্তানের ক্ষেত্রে। করোনা আক্রান্ত মানুষ যেন অস্পৃশ্য। একঘরে করা হতো তাকে। এতেই বোঝা গেছে আসলে মায়ামমতা কতটা মেকি। মনুষ্যত্বের প্রকৃত চেহারা চিনিয়ে দিয়ে ও মানুষের বিবেককে নাড়া দিয়ে গেছে করোনা। বিধাতা বড় শখ করে মানুষ সৃষ্টি করেন এবং তাঁর সুন্দর পৃথিবীতে তাদের পাঠান। কিন্তু পৃথিবীতে এসে তাদের অনেকেই অনিয়মের বেড়াজালে নিজেদের আবদ্ধ করে ফেলেন। এতে বিধাতা যেন বড় কষ্ট নিয়ে বলছেন, ‘আমার পৃথিবী আমায় ফিরিয়ে দাও’। এমন বাণীতে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আহারে জীবন’, এ কথা জানিয়ে এই চলচ্চিত্রের স্রষ্টা প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ বলেন, আমরা যদি মানুষের মতো মানুষ হতে না পারি তাহলে করোনার মতো এমন ভয়াবহ মহামারি পৃথিবীতে বারবার আসবে মানুষের বিবেককে জাগ্রত করতে, নানা অনাচার থেকে নিজেদের বিরত রাখতে। নির্মাতা ছটকু আহমেদ সম্প্রতি এফডিসিতে এই ছবির শেষ দৃশ্যের চিত্রায়ণ করলেন। এখন ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। আগামী পূজায় ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়ে তিনি আরও বলেন, এ দেশে এই প্রথম করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরে ‘আহারে জীবন’ ছবিটি সরকারি অনুদানে ঠিকানা চলচ্চিত্রের ব্যানারে নির্মাণ করা হলো। এই ছবিতে এক পিতা ও তার পুত্রের প্রাণের করুণ আকুতি মর্মস্পর্শীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছবির গল্প, সংলাপ, চিত্রনাট্য ও নির্মাণ ছটকু আহমেদের। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা, জালালউদ্দীন ডটকু, সুচরিতা, মিশা সওদাগর, শাহনূর, তুষার খান, রেবেকা, মৌমিতা মৌ, জয় চৌধুরী প্রমুখ। ষ শোবিজ প্রতিবেদক