অর্থভুবন প্রতিবেদক
অল্প সিদ্ধ করা তেলাপিয়া মাছ খেয়ে ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। জীবন বাঁচাতে গুরুতর অসুস্থ ওই নারীর চারটি অঙ্গ কেটে ফেলতে হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ওই নারীর নাম লরা বারাজাস (৪০)। এক সন্তানের জননী লরার বাড়ি ক্যালিফোর্নিয়ার সান জোসে। জুলাইয়ের শেষ দিকে কম রান্না করা তেলাপিয়া মাছ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বুধবার জরুরি অস্ত্রোপচার করে তার চারটি অঙ্গ কেটে ফেলা হয়।
লরার বন্ধু আনা মেসিনার জানান, স্থানীয় বাজার থেকে কেনা একটি মাছ রান্না করে খাওয়ার কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়েন লরা। তিনি কোমায় চলে গিয়েছিলেন। তার আঙ্গুল, পা ও নিচের ঠোঁট কালো হয়ে গিয়েছিল। তার কিডনিও নষ্ট হয়ে গিয়েছিল। মেসিনার ধারণা, ভয়াবহ প্রাণঘাতী ব্যাকটেরিয়া ‘ভিব্রিও ভালনিফিকাস’ থেকে লরা সংক্রমণের শিকার হয়েছিলেন।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর এই ব্যাকটেরিয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সতর্ক করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ১৫০ থেকে ২০০টি সংক্রমণের ঘটনা ঘটে এবং সংক্রমণে প্রতি পাঁচজনের মধ্যে একজন মারা যায়। গেল আগস্টেও এই ব্যাকটেরিয়ার সংক্রমণে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট ও নিউইয়র্কে তিন জন মারা যাওয়ার খবর প্রকাশ হয়েছিল।