অর্থভুবন ডেস্ক
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ এজেন্ট আউটলেটের পার্টনার ও গ্রাহকদের জন্য তিন মাসব্যাপী ‘উৎসব’ নামে ক্যাম্পেইন শুরু করেছে। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতম থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’-ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান করা হবে। এ ছাড়া গ্রাহকেরা সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতমের মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন-এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিট্যান্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বিমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা নিতে পারবেন।
এ ছাড়া গ্রাহকেরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।