অর্থভুবন ডেস্ক
আমি ইমামা ইসলাম ইমা। মহান আল্লাহর অশেষ রহমতে আমি ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাই। বর্তমানে আমি রাজশাহী মেডিক্যাল কলেজে অধ্যয়নরত। আমার বাবা একজন সামান্য দিনমজুর ও মা গৃহিণী।
আমার মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারা চরম দরিদ্রতার মাঝেও স্বপ্নপূরণের এক গল্প। ছোট থেকেই আমার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। অসহায় ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতেই আমি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি। আমি নিজে আর্থিকভাবে অসচ্ছল পরিবারে বড় হয়েছি।