অর্থভুবন ডেস্ক
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু মাঝাপাড়া গ্রামের চার সন্তানের জনক দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার হোসেন। অভাব-অনটন ছিল তাঁর নিত্যসঙ্গী। স্ত্রী-সন্তান নিয়ে দিন কাটত খুব কষ্টে। বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।
গত বছরের ৯ এপ্রিল রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তাঁকে দুটি ছাগল উপহার দেওয়া হয়। এ বছরের পয়লা মে থেকে আবারও তাঁর সন্তানদের পড়াশোনা করানোর জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মাসিক তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপের এসব সহায়তা পেয়ে সংসারে সচ্ছলতা এসেছে আনোয়ার হোসেনের। দুটি ছাগল থেকে এখন তাঁর আটটি ছাগল হয়েছে।
এক ছেলে ও তিন মেয়ে আনোয়ারের।
বড় মেয়ে আতিফাকে এসএসসি ও এইচএসসি পাস করার পর বিয়ে দিয়েছেন। দ্বিতীয় মেয়ে আয়শা সিদ্দিকা তালুক হাবু বিএম কলেজ থেকে এইচএসসি পাস করার পর বিয়ে দিয়েছেন। ছেলে আব্দুল লতিফ গঙ্গাচড়া তাকওয়া মাদরাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছেন। এখন রংপুর শহরের জুম্মাপাড়া কওমি মাদরাসায় কেতাব বিভাগে পড়ছেন। ছোট মেয়ে আশরাফিয়া তালুক হাবু দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছে।