Thursday, September 19, 2024

সুন্দর মানুষ তৈরি করে চাঁদেরহাট

 অর্থভুবন ডেস্ক

জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট সমাজের জন্য সুন্দর মানুষ তৈরি করে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা সারা পৃথিবী বিচরণ করে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করে চাঁদের হাটের সদস্য শিশু চাঁদমণিরা। দলীয় পতাকা উত্তোলন করেন চাঁদের হাটের জাতীয় প্রেসিডিয়াম চেয়ারম্যান জাকারিয়া পিন্টু। বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

সম্মেলনে নৌ প্রতিমন্ত্রী বলেন, চাঁদের হাট থেকে যত মানুষ উঠে এসেছেন তার অধিকাংশই গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন। চাঁদের হাটকে তাদের এগিয়ে নিতে হবে। স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা স্কুলশিক্ষার্থী থাকাকালীন পূর্বদেশ পত্রিকায় সপ্তাহে একদিন চাঁদের হাট নামে একটি পাতা বের হতো। ওই পত্রিকার একটি অংশ শিশুদের জন্য বরাদ্দ ছিল। সেগুলো আমরা পড়তাম এবং কেটে সংগ্রহ করতাম। আপনারা চাঁদের হাটের জন্য একটি ছোট্ট জায়গা গণমাধ্যমে রাখবেন। তাহলে আমার মনে হয়, চাঁদের হাট আর পিছিয়ে থাকবে না। এ ধরনের সংবাদ পরিবেশনের জন্য তিনি যুগান্তরসহ অন্যান্য সম্পাদকের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ চাঁদের হাট অনেক বড় জায়গা। আজ থেকে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে, তাকে উৎসাহিত করতে হবে। আমি ধন্যবাদ জানাই চাঁদের হাটকে। আপনারা একটা মহান কাজের সঙ্গে যুক্ত। আপনাদের প্রস্তাবনায় এখন জাতীয়ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাঁদের হাটের ছোট শিশুরা গণভবনে গিয়েছিল। এখনো আমরা সেই ভিডিও ক্লিপ দেখতে পাই। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। সোনার বাংলার জন্য চাঁদের হাট প্রতিষ্ঠা হয়েছিল। চাঁদের হাটের জাতীয় সম্মেলনের নবজাগরণের দিনে আমাদের সেটাই প্রত্যাশা।

চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মুফদি আহমেদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন চাঁদের হাটের উপদেষ্টা ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামিউর রহমান লেমন, সংগঠনের সাধারণ সম্পাদক শামীম পারভেজ, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা আল তারেক, মাহমুদ দিদার, এসএম ফরিদউদ্দীন, নজরুল ইসলাম চুন্নু, মুজতবা আহমেদ মুরশেদ প্রমুখ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা পরিষদ, প্রেসিডিয়াম সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্যরা। অনুষ্ঠান শেষে খুলনা থেকে প্রকাশিত একটি দেওয়ালিকায় স্বাক্ষর করে উদ্বোধন করেন প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

 
 
 
 
 
 
 
spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here