অর্থভুবন ডেস্ক
কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। গতকাল শুক্রবার আনন্দ শোভাযাত্রা দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত ও স্কুলের সাবেক শিক্ষার্থী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক রাশেদা আক্তারসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।