Thursday, February 13, 2025

আমেরিকান কর্নারের লক্ষ্য জ্ঞান বিনিময়: রাজশাহীতে পিটার হাস

অর্থভুবন ডেস্ক

রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজশাহী মহানগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় অবস্থিত বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নার উদ্বোধন করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি আরও বলেন, আমেরিকান কর্নার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই জ্ঞানের বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে স্থানীয়দের জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কার্যকরভাবে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীরা আমেরিকায় উচ্চতর ডিগ্রি নিতে নানা সুযোগ-সুবিধা পান।

উল্লেখ্য রাজশাহীতে আমেরিকান কর্নার যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ উদ্যোগ।

এর আগে রাষ্ট্রদূত পিটার হাস সকালে বিমানযোগে রাজশাহীতে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ী ও টেরাকাটা মন্দির ঘুরে দেখেন। কর্মসূচি শেষে তিনি বিকালের বিমানে ঢাকায় ফেরেন।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here