Friday, September 20, 2024

আলো ছড়িয়ে পড়ে বাতি জ্বালালে

অর্থভুবন ডেস্ক

..আপনাদের মনে করিয়ে দিই সেই সময়ের কথা, যখন ভারত তার সভ্যতার স্বর্ণচূড়ায়। একের পর এক জগদ্বিখ্যাত বিশ্ববিদ্যালয় তখন এখানে। যখন কোনো বাতি জ্বালানো হয়, তা একটি ছোট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তা গোটা বিশ্বের সম্পদ হয়ে ওঠে। ভারতের এবং তার বর্ণময়, দ্যুতিপ্রভ, জ্ঞানমন্ত্র সভ্যতা শুধু তার সন্তানদের জন্যই বরাদ্দ রাখেনি নিজেকে। গোটা মানবজাতির কাছেই সে নিজের দরজা খুলে দেয়। চীন, জাপান, পারশ্য সব বিভিন্ন জাতির মানুষ আসেন। ভারতের সেরাটুকু আহরণ করার সুযোগ ছিল তাঁদের। ভারত তার শ্রেষ্ঠ সম্পদ দরাজ হস্তে বিতরণ করে গেছে। আমাদের দেশে শিক্ষাদানের বিনিময়ে কোনো পার্থিব মূল্য নেওয়ার ঐতিহ্য ছিল না। কারণ, আমরা মনে করি, যিনি জ্ঞান ও শিক্ষা পান, তাঁর দায়িত্ব বর্তাল অন্য ছাত্রের মধ্যে তা সঞ্চারিত করার। শুধু ছাত্ররাই এসে শিক্ষকদের কাছে নতজানু হয়ে জ্ঞানভিক্ষা করবে না, শিক্ষকেরাও তাঁদের জীবনের ধর্ম পালন করবেন তা তুলে দিয়ে। ভারতের বিভিন্ন প্রদেশে বিশ্ববিদ্যালয়গুলোর গোড়াপত্তনের মূল কথা ছিল এটাই। ভারতে যে অনন্ত রত্ন সঞ্চিত আছে, তাকে প্রকাশ করার বাসন।

আমার ধারণা আজকের সভ্যতার সংকট—একে অন্যের থেকে বিযুক্ত হয়ে যাওয়ার সংকট, নিজেদের সেরাটুকু অন্যের সঙ্গে ভাগ করে না নিতে পারার যন্ত্রণা, মানবতার সেবা করতে পারার সুযোগ বারবার হারানো। প্রায় ১০০ বছরের অধিক হয়ে গেল নিজেদের সভ্যতার প্রতি আমরা আস্থা হারিয়েছি।
 

কিন্তু এখন সময় এসেছে, আর কোনো সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়। নিজেদের সেরাটুকু অবশ্যই বের করে আনা উচিত এখন। অন্যদের সামনে নিজেদের দারিদ্র্য প্রদর্শনের জন্য এক শতক থেকে অন্য শতকে, এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো বন্ধ করা প্রয়োজন। আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে আমরা কী সম্পদ পেয়েছি, কেন আমরা গর্বিত। সেই সম্পদ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ ছাড়া ঠিক নয় আর।

নোবেল পুরস্কার পাওয়া প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কারটি পান ১৯১৩ সালে।

spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here