Friday, September 20, 2024

তুর্কি ভাষায় শেখ হাসিনা

অর্থভুবন ডেস্ক

তুরস্কের পত্রপত্রিকায় সাংবাদিক আহমেত জোশকুনায়দিন বাংলাদেশ নিয়ে লিখে চলেছেন সেই কবে থেকে! ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেটে একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে পরিচয়। বয়স ষাটের কোঠায়, তবু পড়াশোনা থেমে নেই। একের পর এক মাস্টার ডিগ্রি অর্জন করে চলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। সম্প্রতি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগের আওতায় বাংলাদেশের অর্থনীতিবিষয়ক একটি থিসিস সম্পন্ন করেছেন।

সেই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তুর্কি ভাষায় রচনা করেছেন একটি অনবদ্য গ্রন্থ।

তুর্কি ভাষা জানা একজন বাঙালি হওয়ার সুবাদেই মূলত এই গ্রন্থের সঙ্গে আমার পরিচয়। রচনার শুরুর দিকেই লেখক আমাকে গ্রন্থটি সম্পর্কে অবহিত করেছিলেন। গ্রন্থটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার প্রসঙ্গ উঠে এসেছে।

বাংলাদেশের ইতিহাস, ভূগোলসহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তুর্কিদের অবহিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ বই। ‘বাংলাদেশের বিস্ময় : শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থটিতে তুর্কি ভাষায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর জীবনের বিভিন্ন ঘটনা ও প্রেক্ষাপট তুরস্কের পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে। একজন সাংবাদিক হিসেবে লেখক পর্যাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপনায় মনোযোগ দিয়েছেন, তবে প্রয়োজনীয় অংশে আবেগপূর্ণ কাব্যিক প্রকাশও আছে। আহমেত লিখেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি বিশেষ করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার মাধ্যমে মানবতার বিরল দৃষ্টান্ত উপস্থাপন করে যখন ‘মানবতার জননী’ হিসেবে বিশ্ব মিডিয়ায় চর্চিত হচ্ছে তাঁর নাম, তখন স্বাভাবিকভাবেই তুরস্কের নাগরিক সমাজেও শেখ হাসিনাকে জানার আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
 

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জীবন ও দর্শন বিশ্লেষণে অবধারিতভাবেই বঙ্গবন্ধু এবং বাংলাদেশের রাজনীতির হালচাল, ইতিহাস প্রভৃতি প্রসঙ্গের সাক্ষাৎ পেতে হয়। সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে বাংলার আকাশে মুক্তির লাল সূর্যটির উদয় ঘটেছে বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা ও সাহসী নেতৃত্বের গুণে। শেখ হাসিনা শৈশব থেকেই বেড়ে উঠেছেন পিতা মুজিবের রাজনৈতিক কর্মকাণ্ড ও চর্চাকে খুব কাছ থেকে দেখে। বিভিন্ন আন্দোলনে বারবার জেলে যেতে হয়েছে মুজিবকে, পরিবারের বড় সন্তান হাসিনা মায়ের সঙ্গে সামলে রেখেছিলেন পুরো পরিবারকে। এরপর ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং দুই বোন হাসিনা ও রেহানার বিদেশে অবস্থানের জন্য বেঁচে যাওয়া, বাঙালি জাতির ইতিহাসের এই ভয়ংকর ও শোকের অধ্যায়ের কালো ছায়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে কিভাবে বিচলিত করেছে—এর তথ্যবহুল ব্যাখ্যার পাশাপাশি শেখ হাসিনার শোককে শক্তিতে পরিণত করে নতুন উদ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের কথাকে তুর্কি শব্দগুচ্ছের বুননে তুলে ধরেছেন লেখক।

পাঠকদের মনে হতে পারে, তাঁরা কোনো গল্প-উপন্যাস পাঠ করছেন। জোশকুনায়দিন লিখেছেন, পৃথিবীর মুসলিম নারীদের জন্য শেখ হাসিনা একজন অনুপ্রেরণা।

বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর প্রাসঙ্গিক পরিবেশনের পাশাপাশি ভূগোল, সাহিত্য, ভ্রমণ প্রভৃতি উপাদানের যথাযথ সংশ্লেষণ গ্রন্থটিতে নতুন মাত্রা যুক্ত করেছে। লেখক তাঁর বাংলাদেশ ভ্রমণের গল্পও উল্লেখ করেছেন। তুর্কি পাঠকদের জন্য বাংলাদেশ সম্পর্কে গভীর জ্ঞানার্জনের আগ্রহ সঞ্চারে একটি অবশ্য পাঠ্য হওয়ার সব মৌলিক উপকরণ এতে রয়েছে।

তুরস্কের বিখ্যাত ইতিহাসবিদ ইলবার ওরতায়লি গ্রন্থটির ভূমিকায় লিখেছেন, ‘১৯৭০-এর দশকে বিশ্বব্যাপী অত্যন্ত পরিচিত একটি নামে পরিণত হয়েছিলেন মুজিবুর রহমান।…তাঁকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট রাতারাতি পরিবর্তিত হতে দেখেছি।…পরবর্তী সময়ে তাঁর কন্যা শেখ হাসিনার দেশটির প্রধানমন্ত্রী হওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। আশা করি, তুরস্কে শেখ হাসিনাকে আরো বিশদভাবে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

লেখক আহমেত জোশকুনায়দিন বাংলাদেশ সম্পর্কে তুর্কিদের জানাতে নিরলস পরিশ্রম করে চলেছেন দীর্ঘদিন। বাংলাদেশ মিশনের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সরকারি, বেসরকারি, ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশকে পরিচিত করে তোলার জন্য তাঁর এই অক্লান্ত পরিশ্রমের মূল কারণ হিসেবে তিনি বলেছেন বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা। অদ্যাবধি তিনি ৭০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন, আয়ত্ত করেছেন অনেক ভাষা। কিন্তু বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি তাঁর আগ্রহ ও ভালোবাসা সবচেয়ে বেশি—এমনটাই বলে থাকেন সব সময়।

 

 

spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here