Monday, September 16, 2024

মানসিকভাবে সুখী করতে হ্যাপিনেস ক্লাব

অর্থভুবন ডেস্ক

কয়েক বছর যাবৎ দেশে হতাশা, মানসিক সমস্যা, পারিবারিক কলহ, প্রেমঘটিতসহ বিভিন্ন কারণে আত্মহত্যা করছে শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশনের জরিপ অনুসারে, ২০২২ সালে সারা দেশে ৫৩২ জন শিক্ষার্থী বিভিন্ন কারণে আত্মহত্যা করে। এর মধ্যে ৮৬ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন।

এ জন্য শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসচেতন ও সুখী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মুখলিসুর রহমান মাহিন প্রতিষ্ঠা করেছেন ‘ঢাকা ইউনিভার্সিটি হ্যাপিনেস ক্লাব’।

 
টিএসসিভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এটি। ক্লাবটি কাজ করছে ইতিবাচকতা, সুখবোধ, আশাবাদ ও মানসিক স্বাস্থ্য নিয়ে। ক্লাবটির যাত্রা শুরু হয় ২০১৮ সালের ২৮ নভেম্বর।

 

ক্লাবটির যাত্রা প্রসঙ্গে প্রতিষ্ঠাতা মাহিন বলেন, ‘২০১৮ সালে চাকরির প্রস্তুতি নেওয়ার সময় লক্ষ করলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

 
তখন এটি নিয়ে কিছু করার চিন্তা মাথায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মতো চিন্তার কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়। শুরুতে তাদের সঙ্গে আড্ডা, আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে চিন্তা আসে বড় কিছু করার।
 
তখন শিক্ষকদের পরামর্শে যাত্রা শুরু হয় এই ক্লাবটির।’

 

ঢাবির ভর্তি পরীক্ষার সময় ক্লাবটির কার্যক্রমের প্রচারণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ইতিবাচক বাক্যে সাজানো প্ল্যাকার্ড হাতে দাঁড়ান তাঁরা। ‘হয় জিতব, নয় শিখব’, ‘ভাঙা রং পেনসিল দিয়েও রং করা যায়’, ‘ক্রাইসিসই সাকসেসের জ্বালানি’, ‘একটা খারাপ দিন যেতে পারে, জীবনটা নয়’, ‘পছন্দের প্রতিষ্ঠান নয়, পছন্দের বিষয় বেছে নেই’—এ রকম নানা ইতিবাচক বার্তা নিয়ে দাঁড়ান ক্লাবের সদস্যরা। 

অভিভাবক ও ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে যে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা তৈরি হয়, সেটিকে পরিবর্তন করতে এমন ইতিবাচক বার্তা দিয়ে সচেতনতা তৈরিতে তাঁরা এই কার্যক্রম করেন বলে জানান মাহিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচকতা, সুখবোধ, আশাবাদ ও মানসিক স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি করতে ‘পজিটিভিটি ব্রিংস হ্যাপিনেস’ স্লোগানে ক্লাবটি নিয়মিত, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

 
এর মধ্যে রয়েছে আড্ডা, খেলা, কর্মশালা, সাংস্কৃতিক দিন, হ্যাংআউট ফর হ্যাপিনেস, ইনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ডে, আর্লি মর্নিং ওয়াক, জগিং, এক্সারসাইজ, মাইন্ডফুলনেস, মেডিটেশন, ইয়োগা, রিলাক্সেশন ইত্যাদি। এ ছাড়া সেমিনার, ক্যাম্পেইন, পাবলিক টক, প্যারেন্টস ডে চিঠি-উত্তর এবং কাউন্সেলিং, অ্যাক্টিভ সদস্যদের জন্য বৃত্তি/টিউশন/পার্টটাইম জব ইত্যাদি কার্যক্রম করে ক্লাবটি।

 

করোনা মহামারির সময়ে লকডাউনে ঘরবন্দি মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে অনলাইনে ‘মনচিঠি’ নামক বিভাগ চালু করে এই ক্লাবটি। যেখানে ভয়েস কল ও লিখিতভাবে কেউ নিজের সমস্যার কথা জানালে বিনা মূল্যে কাউন্সেলরদের কাছ থেকে মানসিক সহায়তা দেওয়া হতো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ‘মনচিঠি’র কাউন্সেলর হিসেবে কাজ করেছেন। বর্তমানে এই সেবাটির কাজ বন্ধ থাকলেও শিগগিরই আবারও চালু করা হবে বলে জানিয়েছেন ক্লাবটির প্রতিষ্ঠাতা মাহিন।

ক্লাবের সদস্য ওয়াজিহা জাহান জুঁই কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের ক্লাবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন বরং সারা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সচেতন যেকোনো মানুষ চাইলে যোগ দিতে পারেন। যে কেউ চাইলে নিজেদের কষ্টের কথা শেয়ার করতে পারেন চিঠির মাধ্যমে বা সরাসরি ফোনে। এ ছাড়া অনলাইন কাউন্সেলিং সেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্টদের সেশন আয়োজন করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা মাঝেমধ্যে মন ভালো করতে সবাই একসঙ্গে হ্যাংআউট ও প্রাতর্ভ্রমণে যাই। আমাদের কাজ শুধু মন ভালো করার উপায় বের করাই নয় বরং এ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।’

ইতিবাচকতা, সুখবোধ, আশাবাদ ও মানসিক স্বাস্থ্য নিয়ে ‘হ্যাপিনেস ফাউন্ডেশন’ শিরোনামে দেশব্যাপী কাজ করার পরিকল্পনার কথা জানান মাহিন। ইতোমধ্যে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সংগ্রহ চলছে। মাহিন বলেন, ‘শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা চাই সারা দেশের মানুষের মধ্যে ইতিবাচকতা, সুখবোধ ও আশাবাদ ছড়িয়ে দিতে। সেই উদ্দেশ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’

 

spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here