Friday, September 20, 2024

অবশেষে বিমানে চড়ার শখ পূরণ জুনায়েদের

কক্সবাজার প্রতিনিধি,অর্থভুবন

ভিসা ও পাসপোর্ট ছাড়া নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানের আসন পর্যন্ত যেতে পারলেও আকাশ থেকে পাখির চোখে পৃথিবী দেখার সুযোগ হয়নি জুনায়েদ মোল্লার। এবার শিশুটির স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন। ঢাকা থেকে বিমানে করে পর্যটন শহর কক্সবাজারে গিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে শিশুটির। সঙ্গে ছিলেন তার চাচা ইউসুফ মোল্লা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে চড়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় জুনায়েদ। এরপর কক্সবাজার শহরে একটি অভিজাত হোটেলে রাখা হয় তাকে।

চাচা ইউসুফ মোল্লা বলেন, ভাতিজার কারণে আমিও জীবনে প্রথমবারের মতো বিমানে চড়তে পারলাম। 

জুনায়েদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার ছেলে।জুনায়েদ জানায়, ‘অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুবই ভালো লাগছে। জুনায়েদের দাবি, পরিবার থেকে পড়ালেখার খরচ দিতে না পারায় মাদরাসা থেকে সে বারবার পালিয়ে যেত। এবার লেখাপড়া শিখে সে পাইলট হতে চায়। ঘুরতে চায় দেশ-বিদেশ। এজন্য সরকারের সহায়তা চেয়েছে শিশুটি। 

জুনায়েদের বাবা ইমরান মোল্লা বলেন, ‘বুধবার সকালে ঢাকা থেকে বাড়িতে নিয়ে তার পায়ে শিকল দিয়েছিলাম, যাতে সে আবার পালিয়ে যেতে না পারে। এখন শিকল খুলে দিয়েছি।‘ 

১১ সেপ্টেম্বর রাতে ঢাকা বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে পড়ে জুনায়েদ। পরে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।  

spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here