Thursday, January 16, 2025

দোকানমালিকরা ঋণের ‘সুপারভিশন’ চার্জ বাতিল চান

অর্থভুবন ডেস্ক

সিএমএসএমই ও ভোক্তা ঋণের ওপর নিয়মিত সুদের সঙ্গে প্রতি বছর একবার ‘সুপারভিশন’ চার্জের নামে যে এক শতাংশ হারে অর্থ কেটে নেওয়া হচ্ছে তা বাতিল ও কেটে নেওয়া অর্থ ফেরত চেয়েছেন ব্যবসায়ীরা। আগামী ১৫ অক্টোবরের মধ্যে কেটে নেওয়া অর্থ ফেরত না দিলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তারা। গতকাল রবিবার দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

৯ শতাংশ সুদহার তুলে দিয়ে ছয় মাসের স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ তিন শতাংশ সুদ যোগ করে ঋণ সুদহার ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গত জুলাই থেকে কার্যকর হওয়া ওই সিদ্ধান্তে বলা হয়, সিএমএসএমই ও ভোক্তা ঋণে অতিরিক্ত এক শতাংশ সুপারভিশন চার্জ যুক্ত করতে পারবে ব্যাংক।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, এক দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশ ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ দশমিক ১০ শতাংশে উন্নীত করেছে।

তিনি বলেন, গত জুন মাসে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মাধ্যমে সিএমএসএমই খাত ও ভোক্তা ঋণ সীমার ওপর এক শতাংশ হারে সুপারভিশন চার্জ কর্তন করা হচ্ছে। এতে ৭৫ কোটি টাকা ঋণ সীমা পর্যন্ত সিএমএসএমই খাত ধরা হয়। যার ওপর এক শতাংশ করে কর্তন করা হলে প্রতি বছর ৭৫ লাখ টাকা কেটে নেওয়া হচ্ছে। এতে করে বিভিন্ন ঋণ গ্রহীতার অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা কর্তন করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ক্ষুদ্র ও মাঝারি খাতে ব্যবসায়ীদের ঋণখেলাপি ও ধ্বংসের মুখোমুখি দাঁড় করানো হবে। যা ব্যবসায়ীদের ওপর মারাত্মক অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here