অর্থভুবন ডেস্ক
বৃহস্পতিবার ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে মারডক আরো জানান, চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে নিজেকে উভয় প্রতিষ্ঠানের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি। চিঠিতে তিনি বলেছেন, ‘আমাদের কোম্পানিগুলো বেশ শক্তিশালী অবস্থায় আছে। অনেকটা আমার মতো। আমাদের সুযোগগুলো আমাদের বাণিজ্যিক চ্যালেঞ্জগুলোকে ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেন, ‘আসন্ন বছরগুলো সম্পর্কে আমাদের আশাবাদী হওয়ার বহু কারণ রয়েছে। আমি অবশ্যই আছি এবং আগামীতেও এখানে থাকার পরিকল্পনা রয়েছে।’
১৯৯৬ সালে ফক্স নিউজ চালু করেন মারডক। দিনে দিনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দর্শকনন্দিত সংবাদ চ্যানেলে রূপ নেয় ফক্স। এর আগে মার্কিন মিডিয়া মোগল মারুডক তার ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশন নামের দুটি প্রতিষ্ঠানকে একীভূত করার কথা বলেছিলেন। কয়েক মাস পরই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।